নদিয়া , ২০ জুলাই:- ফের আবার দুই চিকিৎসকের মধ্যে করোনা উপসর্গ মিলল ।এবার সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হলো সরকারি হাসপাতাল। মিলছে না জরুরী পরিষেবা। আতঙ্কে গোটা এলাকাবাসী। নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা। উল্লেখ্য, গত 16 ই জুলাই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এক চিকিৎসকের সোয়াব টেস্ট করানোর পর তার শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। এরপর ওই ডাক্তারের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের মধ্যে গত 17 তারিখে দুইজনের মধ্যে করোনা পজিটিভ পাওয়া যায়। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে আরো দুইজন ডাক্তারের শরীরে কোন উপসর্গ দেখা মিলেছে। যে কারণে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হলো শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল।শান্তিপুর হাসপাতালে সুপার জয়ন্ত বিশ্বাস বলেন,
যতক্ষণ না পর্যন্ত গোটা হাসপাতালের ডাক্তারদের রিপোর্ট হাতে এসে পৌঁছাচ্ছে ততক্ষণ হাসপাতাল বন্ধ থাকবে। যদি অন্যান্য ডাক্তারদের শরীরের কোন নেগেটিভ পাওয়া যায় তবে হাসপাতাল খোলার চিন্তা ভাবনা করবে স্বাস্থ্য দপ্তর। আর পজেটিভ পাওয়া গেলে সে বিষয়ে হাসপাতাল খুলবে কিনা জেলা স্বাস্থ্য দপ্তর সিদ্ধান্ত নেবে। জয়ন্ত বিশ্বাস বলেন, আমরা চাইনা কোন রোগী হাসপাতালে এসে ডাক্তারদের সংস্পর্শে তারক করো না আক্রান্ত হোক।সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবেই স্বাস্থ্য দপ্তরের এই সিদ্ধান্ত বলে জানান হাসপাতালের সুপার। তবে সম্পূর্ণভাবে হাসপাতাল বন্ধ থাকায় সমস্যায় পড়েছে সাধারণ মানুষ।জরুরী পরিস্থিতিতে হাসপাতালে গিয়ে চিকিৎসা না পেয়ে ঘুরে আসতে হচ্ছে তাদের।