এই মুহূর্তে খেলাধুলা

আবার মাঠে বসেই ক্রিকেট উপভোগ করতে পারবেন দর্শকরা।

স্পোর্টস ডেস্ক, ১৯ জুলাই:- করোনার কারণে এতদিন দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা চলার ছবি দেখা গিয়েছে। কিন্তু এবার পরীক্ষামূলকভাবে স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। ব্রিটিশ প্রশাসন সূত্রে এমনটাই জানা গিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন খেলার দুনিয়ার মাধ্যমে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে চাইছেন। সেই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। অক্টোবরকে টার্গেট করা হচ্ছে। অক্টোবরে দর্শকদের মাঠে ঢোকার অনুমতি দেওয়া হবে বলে আলোচনা হয়েছে। অক্টোবর থেকে ইংল্যান্ডের ক্রীড়াক্ষেত্র দর্শকদের জন্য পুরোপুরি খুলে দেওয়া হবে।

তার আগে পাইলট প্রজেক্ট হিসেবে আগামী সপ্তাহে কয়েকটি স্টেডিয়াম খুলে দিয়ে পরিস্থিতি কী দাঁড়ায় সেটাই পরখ করে নিতে চাইছে প্রশাসন। ঝুঁকি থাকলেও খেলার মাঠে দর্শকদের আসন গ্রহণের ক্ষেত্রে করোনা রুখতে সবরকম স্বাস্থ্যবিধি মেনে চলা হবে বলে জানানো হয়েছে। এই পাইলট প্রোজক্টটি ক্রিকেট দিয়ে শুরু হচ্ছে। ৬-২৭ জুলাই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট মরশুম শুরু হচ্ছে। দর্শকরা সেখানে ম্যাচ দেখার অনুমতি পেতে চলেছেন। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। স্টেডিয়ামের মোট দর্শকাসনের একটা নির্দিষ্ট শতাংশই দর্শকদের জন্য খোলা হবে। দু’জন দর্শকের মধ্যে ফাঁকা জায়গা রাখা হবে। মাস্ক, থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক। কারও শরীরে করোনা উপসর্গ থাকলে তাঁকে স্টেডিয়ামে আসতে বারণ করা হয়েছে।