স্পোর্টস ডেস্ক , ১৯ জুলাই:- চলতি বছর আইপিএল হবেই। এক রিপোর্টে বলা হয়েছে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে নাকি শুরু হচ্ছে আইপিএল। ৭ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্ট চলবে বলে জানানো হয়েছে। বিসিসিআইয়ের অ্যাপেক্স কমিটির বৈঠকে আইপিএলের সূচিও মোটামুটি ঠিক হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। অগাস্টের প্রথম সপ্তাহে সেই সূচি প্রকাশিত হবে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। টেলি কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে বসেছিল বিসিসিআইয়ের অ্যাপেক্স কমিটি। সেই বৈঠকে আইপিএল শুরুর দিন এবং সূচি চূড়ান্ত করা হয়নি বলে ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে। তবে করোনা ভাইরাসের জেরে চলতি বছরের টুর্নামেন্ট যে ভারতের বাইরে হতে চলেছে, তা প্রায় নিশ্চিত।
করোনা ভাইরাসের জেরে আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডার ওলোট-পালোট হয়ে যাওয়ায় আইপিএলের সূচিতেও কাটছাঁট হতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর। পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যে টুর্নামেন্ট শেষ করে দেওয়া হতে পারে বলে প্রাথমিক ভাবে জানানো হয়েছে। সূত্রের খবর সৌদি আরব এর প্রস্তাবে সম্মতি দিয়ে সেই দেশেই আইপিএল আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই। তবে আনুষ্ঠানিক ভাবে এখনও সৌদি আরব এর বিষয়ে সিলমোহর দেয় নি সৌরভ গঙ্গোপাধ্যায় এর বোর্ড। তবে বিসিসিআই এর কাছে গ্রিন সিগন্যাল পেলেই আইপিএল এর প্রস্তুতি শুরু করে দেবে সৌদি ক্রিকেট বোর্ড।