কোচবিহার, ১৮ জুলাই:- তুফানগঞ্জে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনার সিআইডি তদন্তের দাবি জানিয়ে পথ অবরোধ এলাকাবাসীদের। শনিবার মৃতদেহ নিয়ে এলাকায় এনে তুফানগঞ্জ থেকে বালাভূত যাওয়ার রাজ্য সড়কের ওপরের রেখে পথ অবরোধ করেনা স্থানীয় বাসিন্দারা ও পরিবারের লোকজন। তাদের সকলের হাতে প্ল্যাকার্ট সিআইডি তদন্তের দাবি লিখে নিয়ে এসে বিক্ষোভ দেখান। প্রায় দীর্ঘ ১ ঘন্টা ওই অবরোধ চলে। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে পুলিশ। পরে তুফানগঞ্জ থানার পুলিশ এসে স্থানীয়দের সাথে পরিবারের সাথে কথা বলেন এবং পুলিশ জানান, অভিযুক্তদের মধ্যে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে, বাকি আসামিদের খোঁজে তল্লাশি চালিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তাদের গ্রেপ্তার করার আশ্বাস দেন।
পরে আশ্বাস পেয়ে মৃতের পরিবারের লোকজন পথ অবরোধ তুলে নেন। জানা গেছে, গত ৮ ই জুলাই নিখোঁজ হয় এলাকার এক লটারি বিক্রেতা কুশ বসাক(২৪)। জানা যায়, বুধবার রেললাইনে পাশের ঝোপঝাড় থেকে তার ক্ষতবিক্ষত আবস্থায় তাঁকে দেখতে পায় স্থানীয়রা। পরে ওই যুবককে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। গতকাল রাতে ওই লটারি বিক্রেতার মৃত্যু হয়। এই ঘটনার তদন্তে নেমে তুফানগঞ্জ থানার পুলিশ। পরে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, ধৃত ওই যুবকের নাম সঞ্জু দাস। তাঁকে কোচবিহার জেলার নাজিরহাট এলাকায় তার মামার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার অভিযুক্ত সঞ্জু দাসকে তুফানগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে পুলিশ তাঁকে ৭ দিনের জন্য রিমান্ডে নেয় এবং অভিযুক্তের বিরুদ্ধে ৩০৭ ধারায় পুলিশের পক্ষ থেকে কেশ রুজু করা হয়েছে।