এই মুহূর্তে জেলা

উচ্চমাধ্যমিকের অঘোষিত মেধাতালিকায় রাজ্যের সর্বোচ্চ চতুর্থ অরনির বাড়িতে শুভেচ্ছা মন্ত্রী অরূপ রায়ের।

হাওড়া , ১৮ জুলাই:- মেধাতালিকা ঘোষিত না হলেও উচ্চমাধ্যমিকে অঘোষিত মেধাতালিকায় এবার সর্বোচ্চ চতুর্থ স্থানে রয়েছে হাওড়া জিলা স্কুলের অরণি বন্দ্যোপাধ্যায়। তার এই সাফল্যের জন্য শনিবার সকালে হাওড়ায় অরণির বাড়িতে এসে তাকে শুভেচ্ছা জানিয়ে গেলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, বাণিজ্য বিভাগ থেকে এই ফলাফল মোটেও সাধারণ বিষয় নয়। ও যাতে ভবিষ্যতেও এভাবে এগিয়ে যেতে পারে আমাদের শুভকামনা রইল। ওর বাবা নেই। লেখাপড়া এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি কোনও প্রতিবন্ধকতা আসে আমরা পরিবারের পাশে থাকব। উল্লেখ্য, এবার উচ্চমাধ্যমিকে অরণি পেয়েছে মোট ৪৯৬ নম্বর। হাওড়া জিলা স্কুলের বাণিজ্য বিভাগের ছাত্র অরণি বন্দ্যোপাধ্যায়।

সে অঙ্কে, অ্যাকাউন্টেন্সিতে, অর্থনীতিতে ও কমার্শিয়াল ট্যাক্স-এর প্রতিটিতে ১০০ নম্বর পেয়েছে। বাংলায় তার নম্বর ৯১ ও ইংরেজিতে ৯৬। ছোট থেকেই সে পড়ত হাওড়ার হেরিটেজ অ্যাকাডেমি স্কুলে। উচ্চমাধ্যমিক পড়েছে হাওড়া জিলা স্কুলে। সেরিব্রাল স্ট্রোকে বাবার মৃত্যু হয় বছর চারেক আগে। সেই আঘাত সামলেই পড়াশোনা চালিয়ে গিয়েছে সে। এই সাফল্যে সে পাশে পেয়েছে মা ও স্নাতক স্তরে পড়া মেধাবী দিদিকে। শুক্রবারই অরণির সাফল্যের খবর আসার পর মধ্য হাওড়ার সন্ধ্যাবাজারে অরণিদের বাড়িতে গিয়ে হাওড়ার স্কুল পরিদর্শকের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। বাড়িতে ফোন করে শুক্রবারই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিলেন মন্ত্রী অরূপ রায়। শনিবার অরণির বাড়িতে গিয়ে তিনি শুভেচ্ছা জানিয়ে এলেন।