এই মুহূর্তে জেলা

বারাসাত পৌরসভা অঞ্চল জুড়ে দুপুর একটার পরে লকডাউন।

বারাসাত , ১৮ জুলাই:- কোভিড মোকাবিলায় বারাসাত পৌরসভা অঞ্চল জুড়ে দুপুর একটার পরে লকডাউন, পৌরসভা থেকে নির্দিষ্ট সময়ের পরে দোকান পাট বন্ধের নির্দেশিকা জারী হলেও সকাল থেকে রাত্রি অব্দি খোলা । বৃহস্পতিবার থেকে বারাসাত জুড়ে আংশিক লকডাউনেও বারাসাত পৌরসভার নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সর্বক্ষণ খোলা থাকছে ডিপার্টমেন্টাল স্টোর্স ও বড় দোকান । খোলা থাকছে মদের দোকানও । লক ডাউনের মধ্যেও বন্ধ না হওয়া প্রতিষ্ঠান হাতিয়ার করেছে রাজ্য সরকারের স্ট্যান্ড এলোন দোকান ঘিরে নির্দেশিকাকে । একে ঘিরেই ছড়িয়েছে বিভ্রান্তি। খুলে রাখা দোকানের কর্তৃপক্ষ হাতিয়ার করছেন রাজ্য সরকারের নির্দেশিকাকে। তাঁরা দাবী করছেন, রাজ্য সরকারের নির্দেশিকা মতে লক ডাউনে স্ট্যান্ড এলোন শপ খোলা থাকতে পারে।

তাঁদের দাবী রাজ্য সরকারের ‘এক ছাদের তলায় এক দোকান ‘খোলা রাখার নির্দেশ মেনেই তাঁরা দোকান একটার পরেও খোলা রাখছেন । ফলে লকডাউন করে সংক্রমণের আশংকা কমিয়ে আনার পৌরসভার নির্দেশিকা সম্বলিত উদ্যোগে জল ঢেলে দিতে রাজ্য সরকারের একটি নির্দেশিকাকে ঢাল করেছে কিছু দোকান । রোগ প্রতিরোধের কথা মাথায় রেখে বারাসাত পৌরসভার প্রশাসক মন্ডলী অবশ্য আইনকে ঢাল না করে করোনা রোগ মোকাবিলায় ব্যবসায়ী মহলকে সহযোগিতা করতে আহ্বান করেছে। এ বিষয়ে বারাসাত পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনস্ট্রেটরস এর কার্যনির্বাহী প্রশাসক অশনি মুখোপাধ্যায় জানিয়েছেন আইনকে হাতিয়ার না করে আইনের ফাঁক গলে না বেরিয়ে দোকানপাট বন্ধ রেখে সব ব্যবসায়ীরা তাঁদের সহযোগিতা করুন, এটাই কাম্য। তিনি জানিয়েছেন করোনার বাড়বাড়ন্ত অন্যঅনেক স্থানের মত বারাসাতের শহরজুড়ে। মানুষ বাঁচলে তবেই ভবিষ্যতে আরো ব্যবসার সুযোগ থাকবে, অভিমত বারাসাত পৌরসভার প্রশাসনিক বোর্ডের কার্যনির্বাহী প্রশাসকের।।।