এই মুহূর্তে খেলাধুলা

ভারতীয় ফুটবলে এবার ভারতীয় কোচের অপেক্ষায় ময়দান !


স্পোর্টস ডেস্ক , ১৫ জুলাই:- ভারতীয় ফুটবল দলকে কোচিং করিয়েছেন বিদেশিরা। এটাই কার্যত শেষ কয়েক বছর ধরে ভারতীয় ফুটবলের পরিচিত ছবি হয়ে উঠেছে। তবে এবার বদলাতে পারে সেই ছবিটা। সম্প্রতি ভারতের যুব ফুটবল দল আন্তর্জাতিক আঙিনায় ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স করছে। বিবিয়ানো ফার্নান্ডেজ, ভেঙ্কটেশের মতো ভারতীয় কোচের হাত ধরেই সাফল্য ধরা দিয়েছে। একই ফর্মুলা যে সুনীল ছেত্রীদের ক্ষেত্রেও প্রয়োগ করতে চায় এআইএফএফ, তারই ইঙ্গিত দিয়েছেন সচিব কুশল দাস। সেক্ষেত্র আগামী পাঁচ বছরের মধ্যে ভারতীয় যুব ফুটবল দলের কোচদের সিনিয়র দলেরও দায়িত্ব দেওয়া হতে পারে বলেও আভাস দিয়েছেন ফেডারেশন কর্তা। অন্যদিকে ভারতীয় কোচদের দক্ষতা বাড়াতে ফেডারেশন বিশেষ উদ্যোগ নিতে চলেছে বলে জানিয়েছেন সচিব কুশল দাস। তাঁর বক্তব্য, দেশের নির্বাচিত দশ থেকে বারো জন ফুটবল কোচকে আলাদা করে ট্রেনিং দেওয়া হতে পারে। প্রশিক্ষণ দেবেন বিশ্বমানের তথা কিংবদন্তি কোচেরা। এই ট্রেনিং বিদেশে হতে পারে বলে আভাস দিয়েছেন ফেডারেশন কর্তা কুশল দাস।