স্পোর্টস ডেস্ক , ১৫ জুলাই:- ভারতীয় ফুটবল দলকে কোচিং করিয়েছেন বিদেশিরা। এটাই কার্যত শেষ কয়েক বছর ধরে ভারতীয় ফুটবলের পরিচিত ছবি হয়ে উঠেছে। তবে এবার বদলাতে পারে সেই ছবিটা। সম্প্রতি ভারতের যুব ফুটবল দল আন্তর্জাতিক আঙিনায় ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স করছে। বিবিয়ানো ফার্নান্ডেজ, ভেঙ্কটেশের মতো ভারতীয় কোচের হাত ধরেই সাফল্য ধরা দিয়েছে। একই ফর্মুলা যে সুনীল ছেত্রীদের ক্ষেত্রেও প্রয়োগ করতে চায় এআইএফএফ, তারই ইঙ্গিত দিয়েছেন সচিব কুশল দাস। সেক্ষেত্র আগামী পাঁচ বছরের মধ্যে ভারতীয় যুব ফুটবল দলের কোচদের সিনিয়র দলেরও দায়িত্ব দেওয়া হতে পারে বলেও আভাস দিয়েছেন ফেডারেশন কর্তা। অন্যদিকে ভারতীয় কোচদের দক্ষতা বাড়াতে ফেডারেশন বিশেষ উদ্যোগ নিতে চলেছে বলে জানিয়েছেন সচিব কুশল দাস। তাঁর বক্তব্য, দেশের নির্বাচিত দশ থেকে বারো জন ফুটবল কোচকে আলাদা করে ট্রেনিং দেওয়া হতে পারে। প্রশিক্ষণ দেবেন বিশ্বমানের তথা কিংবদন্তি কোচেরা। এই ট্রেনিং বিদেশে হতে পারে বলে আভাস দিয়েছেন ফেডারেশন কর্তা কুশল দাস।
Related Articles
পশ্চিমবঙ্গ পুলিশের চার আধিকারিক পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পদক।
কলকাতা, ১৩ আগস্ট:- পশ্চিমবঙ্গ পুলিশের চার আধিকারিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পদক পেয়েছেন। পশ্চিমবঙ্গ পুলিশের চার জন আধিকারিককে ২০২১ সালে সেরা তদন্তের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পদক দেওয়া হয়েছে। দেশের ১৫২ জন পুরস্কার-প্রাপক পুলিশ আধিকারিকের মধ্যে ২৮ জন মহিলা। পশ্চিমবঙ্গের চার জন সাব-ইন্সপেক্টর সুদীপ কুমার দাস, কৌশিকব্রত মজুমদার, সুমন সাধুখাঁ এবং জিতেন্দ্র প্রসাদ এই পদক পেয়েছেন। […]
গঙ্গায় ঝাঁপ মহিলার।উদ্ধার করে তাঁকে তুলে দেওয়া হল পরিবারের হাতে।
হাওড়া, ১৮ জুন:- শুক্রবার দুপুরে হাওড়ার বাঁধাঘাটে এক বছর চল্লিশের মহিলা আচমকাই গঙ্গায় ঝাঁপ দেন। খবর পেয়ে সেসময় ঘাটে উপস্থিত মানুষজন তাঁকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। এরপর মালিপাঁচঘড়া থানার পুলিশ ওই মহিলাকে হাসপাতালে চিকিৎসা করিয়ে তাঁর পরিবারের হাতে তুলে দেন। মহিলা প্রাণে রক্ষা পান। তবে কী কারণে তিনি গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন তা এখনো […]
স্বামী ব্রহ্মানন্দের জন্মতিথি পালিত বেলুড় মঠে।
হাওড়া, ২৩ জানুয়ারি:- সোমবার ছিল ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। এদিনই স্বামী ব্রহ্মানন্দের জন্মতিথি পালিত হয় বেলুড় মঠে। বেলুড় মঠের প্রথম দিকের সন্ন্যাসী শ্রীশ্রীরামকৃষ্ণের আশীর্বাদধন্য ভক্ত স্বামী ব্রহ্মানন্দের জন্মতিথিও ছিল এদিন। এই উপলক্ষে বেলুড় মঠে অন্যান্য মহারাজদের জন্মতিথিতে যেমন পূজা হয় সকাল থেকে তেমনই পুজো হয়। একই সাথে সাধারণ ভক্তদের জন্য খিচুড়ি ভোগেরও […]







