এই মুহূর্তে জেলা

করোনায় এক প্রাথমিক শিক্ষিকার মৃত্যু ঘিরে আতঙ্ক চন্দননগরে।

হুগলি , ১৪ জুলাই:- করোনায় এক প্রাথমিক শিক্ষিকার মৃত্যু ঘিরে আতঙ্ক চন্দননগরে। মৃত শিক্ষিকার নাম সৌমি সাহা (৩৬), বাড়ি চন্দননগরের মুন্সি পুকুর এলাকায়। মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ ব্যান্ডেল ইএসআই হাসপাতালে মৃত্যু হয় শিক্ষিকার। পোলবা থানার অন্তর্গত কাশ্বরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সৌমি দেবী তৃণমূল প্রাথমিক শিক্ষা সংসদের সক্রিয় সদস্যা। জেলা প্রাথমিক শিক্ষক সংগঠনের তরফে জানা গেছে, দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন সৌমি। তাই কর্মরত অবস্থায় তাঁকে কোনও দিনই কোনও ভারী কাজ করতে দেওয়া হতো না। সম্প্রতি শ্বাস কষ্ঠের সেই সমস্যা প্রকট হয়ে ওঠে। দিন চারেক আগে তাকে ভর্তি করা হয় চন্দননগর মহকুমা হাসপাতালে।

সেখানে তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। তার পরেই তাঁকে স্থানান্তরিত করা হয় ব্যান্ডেল ইএসআই হাসপাতালে। এদিন সকালে সেখানেই মৃত্যু হয় শিক্ষিকার। দিন পঁচিশ আগে লকডাউন চলাকালীন বিয়ে করেন সৌমি। স্বামী দিল্লিতে থাকতেন। শিক্ষক সংসদের সক্রিয় কর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি মনোজ চক্রবর্তী। তিনি বলেছেন, দল এবং শিক্ষক সংগঠনের একজন সক্রিয় কর্মীকে হারালেন। সংগঠনে বা দলের কাজ কর্মে সৌমীর সক্রিয় ভূমিকা নিয়ে কোনও প্রশ্ন ছিল না। বরাবরই সংগঠনের তরফে আয়োজন করা নানান অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা পালন করতো সৌমি। তাঁর মর্মান্তিক এই মৃত্যুতে শিক্ষক সংগঠনের অপূরণীয় ক্ষতি হলো। তিনি আরও জানিয়েছেন শিক্ষিকার বাড়িতে বাবা নারায়ণ সাহাও করোনা আক্রান্ত, তাঁরও চিকিৎসা চলছে।