এই মুহূর্তে জেলা

বিষ্ণুপুর পৌরসভাকে সম্পূর্ণ লকডাউন ঘোষণার দাবি জানালো বিষ্ণুপুর পৌরসভার বর্তমান প্রশাসক সহ সমস্ত কাউন্সিলররা ।

বাঁকুড়া , ১৩ জুলাই:- বিষ্ণুপুরের যৌনপল্লীতে এক মহিলার করণা আক্রান্ত হয়েছেন এর পাশাপাশি বিষ্ণুপুর শহরে আরো একটি করোনা আক্রান্তের হদিস মিলেছে । ইতিমধ্যেই ওই এলাকা প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে । এবার বিষ্ণুপুর পৌরসভার 19 টি ওয়ার্ডের কাউন্সিলররা সহ বিষ্ণুপুর পৌরসভার বর্তমান প্রশাসক একযোগে সমস্ত বিষ্ণুপুর শহরকে লকডাউন ঘোষণা করার দাবি জানালেন । এদিন তারা বিষ্ণুপুর মহকুমা শাসকের সঙ্গে দেখা করেন এবং তার হাতে দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় । উদয় ভকত নামে 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেন , বিষ্ণুপুর শহরে করোনা আক্রান্তের খোঁজ মেলাতে সকল মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন । বিষ্ণুপুরের 75% মানুষ বর্তমানে গৃহবন্দি হয়ে রয়েছেন । তাই সকলে আমাদের কাছে আবেদন জানাচ্ছেন গোটা বিষ্ণুপুর শহরকে লকডাউন এর আওতায় আনা হোক ।

এ বিষয়ে বিষ্ণুপুরের মহকুমাশাসক বলেন , বিষ্ণুপুর পৌরসভার বর্তমান প্রশাসক এবং কাউন্সিলররা আমার কাছে আবেদন রেখেছেন গোটা বিষ্ণুপুর শহরকে লকডাউনের আওতায় নিয়ে আসতে । তবে এক্ষেত্রে প্রশাসনের নির্দিষ্ট কিছু গাইডলাইন রয়েছে । আমরা জেলাশাসককে জানাবো এবং তার নির্দেশ মতোই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে । বিষ্ণুপুর পৌরসভার বর্তমান প্রশাসক শ্যাম মুখার্জি বলেন , সম্প্রতি বিষ্ণুপুরে দুটি করোনা আক্রান্ত রোগী ধরা পড়ায় সাধারণ মানুষ আতঙ্কিত রয়েছে । তাই তারা গোটা বিষ্ণুপুর পৌরসভায় লকডাউন চাইছেন । আমরা মহকুমা শাসকের কাছে সেই বিষয়েই আবেদন জানিয়েছি ।