এই মুহূর্তে খেলাধুলা

এটিকে-মোহনবাগানের সংযুক্তিকরণে কেমন হবে মোহনবাগান দিবস? অপেক্ষায় সমর্থকরা ।

স্পোর্টস ডেস্ক , ১২ জুলাই:- শুক্রবার বঙ্গ ফুটবলে শুরু হয়েছে এক নয়া অধ্যায়। মোহনবাগান ও এটিকের সংযুক্তিকরণের পর প্রথমবার বৈঠকে বসে এই দুই ক্লাবের কর্মকর্তারা। বৈঠকের পর দুই ক্লাবের একযোগে এটিকে-মোহনবাগান নামে ভারতীয় ফুটবলে পথ চলা শুরু করেছে। এবার মোহনবাগান দিবস নিয়ে এটিকে-মোহনবাগানের ভাবনা শুরু। আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবস। করোনার মধ্যেও নতুন মোহনবাগানে ‘মোহনবাগান দিবস’ কেমন হবে, সেই নিয়ে আগ্রহ তুঙ্গে মোহন সমর্থকদের মধ্যে।

চুক্তির দিনই এটিকে মোহনবাগান এফসির নয়া মালিক সঞ্জীব গোয়েঙ্কা আইএসএলের ওয়েবসাইটে বলেন, ‘এ বছর ২৯ জুলাই অন্য বারের তুলনায় অনেক গুরুত্বপূর্ণ। আমাদের ক্লাবে এটা খুব গুরুত্বপূর্ণ দিন। আমার একটা ডায়েরি রয়েছে। আমি সেখানে ২৯ জুলাইয়ে দাগ দিয়ে রেখেছি।’ এটিকে মোহনবাগান বোর্ডের অন্যতম কর্তা সৃঞ্জয় বসু এই নিয়ে বলেন, ‘করোনার জন্য ক্লাবে অনুষ্ঠান করা যাবে না। তবে মোহনবাগান রত্ন দেওয়া হবে। আরও নানা পুরস্কার তো আছেই। আমরা ভিডিও কনফারেন্সের উপর জোর দিচ্ছি।’ এ বছর মোহনবাগান রত্ন সম্মান পাওয়ার ক্ষেত্রে হকি কিংবদন্তি গুরবক্স সিংয়ের নাম উঠে আসছে।