এই মুহূর্তে জেলা

রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বেসরকারিকরণ সহ বেশ কয়েকদফা দাবিতে তৃণমূলের বিক্ষোভ ডানকুনিতে।

চিরঞ্জিত ঘোষ , ৯ জুলাই:- পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি সহ রাষ্ট্রায়ত্ত সংস্থা গুলি বেসরকারীকরণের বিরুদ্ধে বিক্ষোভ হুগলি জেলা তৃণমূল কংগ্রেসর। প্রসঙ্গত দিনদিন পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি, রেলকে বেসরকারিকরণ সহ শিল্পপতিদের হাতে রাষ্ট্রায়ত্ত সংস্থা গুলি তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দলীয় সুপ্রিমোর নির্দেশ মত আজও তার বিরুদ্ধে আন্দোলনে নামলো জেলা তৃণমূল। এদিনই ডানকুনি কোল কমপ্লেক্সের সামনে তারা বিক্ষোভ দেখায় । এদিনের এই বিক্ষোভ সমাবেশ থেকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে সমস্ত জনবিরোধী নীতি গুলি নেয়া হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হোন তৃণমূল কংগ্রেস কর্মীরা।

কোল ইন্ডিয়া বিএসএনএল রেল একের পর এক সংস্থাগুলোকে বেসরকারিকরণের পথে নিয়ে যাচ্ছে মোদি সরকার । রাজ্যের মানুষ যখন বিপদের দিনে অসহায় অবস্থায় রয়েছেন সেই সময় কেন্দ্রের কাছে পাওনা রাজ্য সরকারের 53 হাজার কোটি টাকা আটকে রেখে মানুষকে আরো বেশী সংকটের মধ্যে ফেলে দিয়েছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার । হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব বলেন যে এই সরকার মানুষের সরকার মানুষে যাতে আরো বেশি বিপদে পড়ে সেই সমস্ত জনবিরোধী কর্মসূচি গ্রহণ করছে ।একের পর এক লাভজনক সংস্থাগুলোকে পুঁজিপতি বেসরকারি মালিকদের হাতে তুলে দেয়া হচ্ছে । এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব, বিধায়ক স্বাথী খন্দকার , তৃণমূল নেতা প্রকাশ রাহা সহ তৃণমূলের কর্মী সমর্থকরা।