এই মুহূর্তে জেলা

রেলের বেসরকারিকরণের বিরুদ্ধে বেলুড় মঠ স্টেশনের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের।


হাওড়া , ৯ জুলাই:- রেলের বেসরকারিকরণের প্রতিবাদে হাওড়ায় বেলুড় মঠ স্টেশনের সামনে বৃহস্পতিবার সকালে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেয় তৃণমূল। ৫৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ওই কর্মসূচি নেওয়া হয়। ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তৃণমূল নেতা পল্টু বণিকের নেতৃত্বে দলের কর্মী সমর্থকেরা প্ল্যাকার্ড হাতে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই কর্মসূচি চলে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, রেলের বেসরকারিকরণের প্রতিবাদে এদিন সরব হন বক্তারা। রাজ্যের অধীনে থাকা সমবায় ব্যাঙ্ককে কেন্দ্রীয় সরকার হস্তগত করতে চাইছে বলেও অভিযোগ তুলে এদিন সোচ্চার হন তৃণমূল নেতৃত্ব।

প্রাক্তন কাউন্সিলর সীমা ভৌমিক, চৈতালি বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ এই কর্মসূচিতে যোগ দেন। উল্লেখ্য, বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া ১৫১টি ট্রেনের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ১৫টি রুটের দূরপাল্লার ট্রেনও। গত ডিসেম্বর মাসেই এই ১৫১টি ট্রেনকে বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নীতি আয়োগ।  বেশ কিছু সংস্থা ইতিমধ্যেই ওই ট্রেন চালাতে আগ্রহী বলে জানিয়েছে। যার ফলস্বরূপ কয়েক দিনের মধ্যেই দরপত্র প্রক্রিয়া ডাকার কাজ শুরু হবে। এই বেসরকারিকরণের প্রতিবাদেই এদিন হাওড়ায় বেলুড় মঠ স্টেশনের সামনে অবস্থান বিক্ষোভ হয় তৃণমূলের তরফে।