এই মুহূর্তে জেলা

দিলীপ ঘোষকে রাঁচিতে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ কল্যাণের।

চিরঞ্জিত ঘোষ , ৮ জুলাই:- আজ ডানকুনিতে এক অনুষ্ঠানে এসে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা ও রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। কল্যানবাবু প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ এক প্রোমোটার কাছ থেকে ১৮ কামরার একটি ফ্লাট নিয়েছেন । এখন প্রশ্ন তাকে কি এমনি এমনি এটা দেয়া হলো। কিছু পেতে গেলে তো কিছু দিতে হয় এটা আমরা সবাই জানি । যারা এ কাজগুলো করে তারা সুবিধাবাদী। এর সঙ্গে কল্যাণ ব্যানার্জি রাজ্যপালকেও প্রশ্ন করেন আপনি তো বেনিয়ম করাপসনের বিরুদ্ধে কথায় কথায় টুইট করেন , আপনি এখন বলুন দিলীপ বাবু যেভাবে প্রোমোটারের কাছ থেকে ফ্ল্যাট নিয়েছেন সেটা কি নৈতিক না অনৈতিক।

যদি আপনি বলেন এটা নৈতিক তাহলে আপনি দুর্নীতিগ্রস্থ মানুষকে কে সাপোর্ট করছেন। আর আপনি যদি বলেন না এটা অনৈতিক ,তাহলে জানবো আপনার মধ্যে মনুষত্ব আছে। আজকের ডানকুনিতে কেন্দ্রীয় সরকার যেভাবে জিনিস পত্রের দাম বাড়াচ্ছে পেট্রোপণ্যের দাম বাড়াচ্ছে তার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় । কেন্দ্রীয় সরকার মানুষের উপর দমনপীড়ন চালাচ্ছে যেভাবে মানুষকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন তার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করা হয় এই বিক্ষোভ সমাবেশ থেকে । আজকের অনুষ্ঠানে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় ডানকুনি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটার মেম্বার দেবাশিস মুখোপাধ্যায় সহ বহু তৃণমূল কর্মী।