এই মুহূর্তে জেলা

দলীয় কর্মসুচিতে সরকারী প্যাড ব্যাবহার, কাঠঘড়ায় তৃণমূল বিধায়ক !

সুদীপ দাস , ৫ জুলাই:- দলীয় নেতৃর নির্দেশমত আগামীকাল থেকে ২১শে জুলাই পর্যন্ত লাগাতার কর্মসূচি গ্রহন করেছে তৃণমূল নেতৃত্ব। নেতৃত্বরা দলীয় কর্মীদের উদ্দেশ্যে চিঠি দিয়ে কর্মসুচির কথা জানিয়ে দিয়েছেন। আর চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের সেই চিঠি নিয়েই এবারে বিতর্ক দানা বাঁধলো। দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসুচিকে সার্থক করতে আজ চুঁচুড়ার ৪নং ওয়ার্ডে দলের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেন বিধায়ক অসিত মজুমদার। সেইমত তিনি অশোক স্তম্ভখচিত নিজের বিধায়কের প্যাডে দলীয় নেতাদের চিঠি দেন।

সেই চিঠিই আজ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন ওঠে দেশের সংবিধানের প্রতীক অশোক স্তম্ভখচিত সরকারী প্যাড একজন বিধায়ক কিভাবে দলীয় কাজে ব্যাবহার করতে পারেন। অনেকেই প্রশ্ন তোলেন তিনি শুধু বিধায়ক নয়, তিনি নাকি আইনের ছাত্রও বটে! তাই তাঁর পক্ষে এই ভূল করা কি করে সম্ভব? এবিষয়ে বিজেপির রাজ্য নেতা তথা আইনজীবি স্বপন পাল বলেন বিধায়ক অসিত মজুমদার অশোক স্তম্ভের অবমাননা করেছেন। ওনাকে অবিলম্বে ভূল স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত! না হলে আমরা আইনের দ্বারস্থ হতে বাধ্য হবো। যদিও এবিষয়ে অসিতবাবুর বক্তব্য আমার বুদ্ধিতে যা এসেছে আমি তাই করেছি। বিজেপি একটা অশিক্ষিতের দল, ওরা যা করার করুক।