এই মুহূর্তে খেলাধুলা

চার মাস পর ফিরছে ক্রিকেট, তবে দর্শকশূন্য মাঠে ম্যাচ।


স্পোর্টস ডেস্ক , ৪ জুলাই:- প্রায় চার মাসের জন্য বন্ধ ছিল বাইশ গজের লড়াই। ৮ জুলাই থেকে সাউদাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে ইংল্যান্ড। আর তিন টেস্টের এই সিরিজ হবে ‘বায়ো-সিকিউর’ পরিবেশে। মাঠে থাকবেন না কোনও দর্শক। কেবলমাত্র ক্রিকেটাররা, ম্যাচের সঙ্গে জড়িত অফিসিয়ালরা, ম্যাচ সরাসরি সম্প্রচারের সঙ্গে জড়িতরা থাকবেন স্টেডিয়ামে। থাকবেন নিরাপত্তাকর্মীরাও। ক্রিকেটবিশ্ব এর আগে এমন ম্যাচ দেখেনি। টেলিভিশনে দেখা যাবে বলে থুতু লাগানোয় বিধিনিষেধ কতটা মেনে চলছেন ক্রিকেটাররা। থাকছে কোভিড-১৯ উপসর্গ দেখা গেলে ক্রিকেটার পরিবর্তনের নিয়মও।

প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল এই সিরিজের তিন টেস্ট হবে দ্য ওভাল, এজবাস্টন ও লর্ডসে। কিন্তু, ভেন্যুতে অদল-বদল ঘটেছে করোনা পরিস্থিতির কারণে। বুধবার থেকে প্রথম টেস্ট হবে সাউদাম্পটনে। পরের দুই টেস্ট হবে ম্যাঞ্চেস্টারে। এই দুই মাঠেই হোটেল একেবারে স্টেডিয়াম সংলগ্ন। যার ফলে হোটেল থেকে মাঠে আসার জন্য টিমবাসের প্রয়োজন পড়বে না। ফলে সুরক্ষিত অঞ্চলের বাইরে পা রাখার প্রয়োজন পড়বে না ক্রিকেটারদের। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের বেঁধে দেওয়া নিয়ম মেনে চলতে হবে ম্যাচ অফিসিয়াল, সম্প্রচারকারী সংস্থার কর্মী ও অন্যান্য স্টাফদের। প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড় অবশ্য এই পরিবেশে খেলাকে বাস্তবোচিত বলে মনে করছেন না।