বাঁকুড়া , ৪ জুলাই:- ‘দিলীপ ঘোষের লাল চোখ হলুদ চোখে পরিনত করে দেবো’। ঠিক এই ভাষাতেই বিজেপির রাজ্য সভাপতিকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে বাঁকুড়ায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলীয় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন, উনি কতো বড় বীর, কতোবড় মাতব্বর আর সাহসী দেখে নেবো বলেও হুঁশিয়ারী দেন। একই সঙ্গে উনি কতোটা’মায়ের দুধ খেয়েছেন’ সে নিয়েও প্রশ্ন তোলেন এই তৃণমূল সাংসদ। প্রধানমন্ত্রীকেও এক হাত নেন কল্যান বন্দ্যোপাধ্যায়। বলেন’ধন্য তুমি নরেন্দ্র মোদি, ধন্য তোমার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ’। দেশের জিডিপি এক শতাংশে নেমে গেছে। কালনাগিনীর ছোবলের মতো দেশের অর্থমন্ত্রীর ছোবল খেয়ে মানুষ মরছে বলেও তিনি দাবী করেন। একই সঙ্গে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে সারা পৃথিবীর নিকৃষ্টতম অর্থমন্ত্রী উল্লেখ করে পদত্যাগ দাবী করেন। পুরো বক্তব্য জুড়ে বিজেপি ও তার দলের নেতাদের হুঁশিয়ারী দেওয়ার পাশাপাশি এখানকার বর্তমান সময়ের তৃণমূল নেতা কর্মীদের বাঁকুড়ায় দলীয় সংগঠন তৈরীর ইতিহাস বর্ণণা করেন তিনি।
Related Articles
হাওড়া ডিভিশনে লাইনচ্যুত ট্রেন।
হাওড়া, ২৮ মে:- হাওড়ার লিলুয়ায় লাইনচ্যুত খালি লোকাল ট্রেন। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। এই দুর্ঘটনায় কোনও হতাহতের কোনও খবর নেই। তবে ডাউন লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। এদিন লিলুয়া স্টেশন ছেড়ে হাওড়ার দিকে যাওয়ার সময় ডাউন শেওড়াফুলি লোকাল এদিন হঠাৎ করেই লাইনচ্যুত হয়। উল্টোদিকে থেকে পাশের লাইনে তখন ট্রেন যাচ্ছিল। পরিস্থিতি বুঝতে পেরে ট্রেনটি দাঁড় […]
প্রতিষ্ঠিত হয়ে বাড়ি ফিরব, চিঠি লিখে বাড়ি ছাড়লো ভদ্রেশ্বরের স্কুল ছাত্র।
প্রদীপ বসু, ৩১ জুলাই:- চন্দননগর বৌবাজারের বাসিন্দা সৌগত বসুর একমাত্র ছেলে পুষ্কল মানকুন্ডু ভাকুন্ডার একটি বেসরকারী স্কুলের ক্লাস টেনের ছাত্র। পুষ্কলের মা মারা গেছেন বছর দশেক আগে। বাবার কাছেই বড় হয় সে। প্রতিদিন সাইকেল নিয়ে যেমন স্কুলে যায় সোমবারও স্কুলে যাওয়ার নাম করে সকাল আটটায় বাড়ি থেকে বেরহয়। তার কাছে মোবাইল ফোন ছিল। বাবাকে ফোন […]
বোর্ড সভাপতি পদে আরও কিছুদিন থাকছেন মহারাজ।
স্পোর্টস ডেস্ক, ১৪ আগস্ট:- বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ দুই শীর্ষকর্তার ‘কুলিং অফ’ আটকাতে সুপ্রিম কোর্টে দায়ের করা বোর্ডের আবেদনের শুনানি আগামী ১৭ আগস্ট নাও হতে পারে। সূত্রের খবর, আগামী সোমবার মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও চলতি সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত তা শুনানির জন্য তালিকাভুক্তও করা হয়নি। নির্ধারিত দিনে শুনানির সম্ভাবনা কম। আর […]








