এই মুহূর্তে জেলা

পেট্রোপন্নের মূল্যবৃদ্ধি সহ রেলকে বেসরকারিকরণের প্রতিবাদে রিষড়ায় তৃণমূলের বিক্ষোভ।

তরুণ মুখোপাধ্যায় , ৩ জুলাই:- কেন্দ্রীয় সরকার ভারতীয় রেলের কিছু ট্রেনকে বেসরকারিকরন সহ পেট্রোপন্নের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ দেখাল রিষড়ার তৃণমূল কংগ্রেস। এদিন হুগলির রিষড়া বাগখাল এলাকায় তৃণমূল কর্মীরা বলেন যেভাবে কেন্দ্রীয় সরকার একের পর এক লাভজনক সংস্থাকে দেশের পুঁজিপতি ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে তার বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ। বিক্ষোভকারীদের বক্তব্য কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার দেশকে শেষ করে দেবার খেলায় নেমেছেন। সাধারণ মানুষকে বঞ্চিত করে ব্যবসায়ীদের স্বার্থ দেখা হচ্ছে। যখন সারা বিশ্বজুড়ে তেলের দাম কমছে সেখানে আমাদের দেশের বিজেপি সরকার

একের পর এক পেট্রোল এবং ডিজেলের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে আরও বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। জিনিসপত্রের দাম বেড়ে বাজার একেবারে আগুন। সবথেকে বড় কথা যেভাবে লাভজনক সংস্থা আমাদের দেশের গর্ব ছিল সেই সমস্ত সংস্থাগুলোকে কেবলমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বেসরকারি ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে। নবতম সংযোজন ভারতীয় রেলের প্রায় একশো নয় জোড়া ট্রেনকে বিভিন্ন সংস্থার সংস্থার হাতে তুলে দেয়া হলো। আজকের এই বিক্ষোভে নেতৃত্ব দেন রিষড়া পুরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিশ্র , প্রাক্তন উপপৌরপ্রধান জাহিদ হাসান খান সহ রিষড়া পুরসভার বিদায়ী পৌর সদস্যগণ ।