এই মুহূর্তে খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে কেন অবসর ? জানালেন এবি।

স্পোর্টস ডেস্ক , ৩ জুলাই:- কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সের নেতৃত্বেই ২০১৫ সালের ৫০ ওভারের বিশ্বকাপ খেলতে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্ট জুড়ে ভালো খেলেছিল প্রোটিয়া শিবির। ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স নিজে। সেবার বিশ্বজয়ের সম্ভাবনা থাকলেও, বৃষ্টিবিঘ্নত সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ম্যাচ শেষে কেঁদে ফেলেছিলেন এবিডি। ওই হারে যে তিনি ভেঙে পড়েছিলেন, তা স্বীকার করেছেন প্রোটিয়া কিংবদন্তি। এর পরই তিনি আন্তর্জজাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে জানিয়েছেন ডিভিলিয়ার্স। সবাইকে অবাক করে ২০১৮ সালে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এবি ডিভিলিয়ার্স। এমন একটা সময়, যখন তিনি নিজের ব্যক্তিগত কেরিয়ারে সাফল্যের শিখরে অবস্থান করছিলেন। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে বিরোধের জেরেই এই সিদ্ধান্ত নেন এবিডি।