স্পোর্টস ডেস্ক , ৩ জুলাই:- কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সের নেতৃত্বেই ২০১৫ সালের ৫০ ওভারের বিশ্বকাপ খেলতে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্ট জুড়ে ভালো খেলেছিল প্রোটিয়া শিবির। ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স নিজে। সেবার বিশ্বজয়ের সম্ভাবনা থাকলেও, বৃষ্টিবিঘ্নত সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ম্যাচ শেষে কেঁদে ফেলেছিলেন এবিডি। ওই হারে যে তিনি ভেঙে পড়েছিলেন, তা স্বীকার করেছেন প্রোটিয়া কিংবদন্তি। এর পরই তিনি আন্তর্জজাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে জানিয়েছেন ডিভিলিয়ার্স। সবাইকে অবাক করে ২০১৮ সালে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এবি ডিভিলিয়ার্স। এমন একটা সময়, যখন তিনি নিজের ব্যক্তিগত কেরিয়ারে সাফল্যের শিখরে অবস্থান করছিলেন। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে বিরোধের জেরেই এই সিদ্ধান্ত নেন এবিডি।
Related Articles
ভ্রাম্যমাণ গাড়িতে স্বেচ্ছায় রক্তদান শিবির বৈদ্যবাটীতে।
হুগলি , ৫ জুন:- কোভিড পরিস্থিতিতে রক্ত সংকট চলছে সর্বত্র। তাই মুমূর্ষ রোগীদের কথা ভেবে এগিয়ে এলো বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল ছাত্র পরিষদ। শনিবার বৈদ্যবাটীর চৌমাথায় ভ্রাম্যমাণ গাড়িতে আয়োজিত হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবির। অভিনব এই গাড়ির মধ্যে একই সময় তিনজন রক্তদাতা রক্তদান করতে পারবেন। এই ভ্রাম্যমাণ গাড়ির মধ্যে রক্তদানের পরিকল্পনা জেলায় প্রথম বলে দাবি […]
মাদারিহাটে ঘাসফুল ফোটাতে এবার আসরে অভিজ্ঞ মৃদুল।
মাদারিহাট, ৯ নভেম্বর:- পাখির চোখ মাদারিহাট বিধানসভা। উপনির্বাচন। একদা বাম পরে বিজেপির গড় হিসেবে পরিচিত মাদারিহাটে এবার ঘাসফুল পতাকা ওড়াতে ময়দানে তৃণমূল কংগ্রেস। শনিবার মাদারিহাট ব্লকের রবীন্দ্রনগর এলাকায় প্রচার করলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন আলিপুরদুয়ার জেলা সভাপতি। গোটা মাদারি হাটে এখন চাঁদের হাট।কে আসেননি তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার করতে। কলকাতা থেকে এসেছেন রাজ্যের দুই দাপুটে মন্ত্রী […]
কেন্দ্রের থেকে জিএসটি খাতে রাজ্যগুলির প্রাপ্য ২৭ হাজার কোটি বকেয়া মেটানোর দাবি অমিত মিত্রের।
কলকাতা, ২ জুন:- কেন্দ্রীয় সরকার জিএসটি খাতে রাজ্যগুলির প্রাপ্য ২৭ হাজার কোটি টাকা দীর্ঘদিন বকেয়া রেখেছে। মুখ্যমন্ত্রী এবং অর্থদপ্তরের প্রধান ও মুখ্য উপদেষ্টা অমিত মিত্র বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এমনই দাবি করেছেন। তাঁর বক্তব্য, কেন্দ্র অবিলম্বে সব রাজ্যের এই বকেয়া অর্থ মিটিয়ে দিক। পাশাপাশি, অন্তত আরও ৫ বছর জিএসটি রাজ্যগুলিকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলেও মনে করেন […]








