স্পোর্টস ডেস্ক , ৩ জুলাই:- কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সের নেতৃত্বেই ২০১৫ সালের ৫০ ওভারের বিশ্বকাপ খেলতে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্ট জুড়ে ভালো খেলেছিল প্রোটিয়া শিবির। ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স নিজে। সেবার বিশ্বজয়ের সম্ভাবনা থাকলেও, বৃষ্টিবিঘ্নত সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ম্যাচ শেষে কেঁদে ফেলেছিলেন এবিডি। ওই হারে যে তিনি ভেঙে পড়েছিলেন, তা স্বীকার করেছেন প্রোটিয়া কিংবদন্তি। এর পরই তিনি আন্তর্জজাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে জানিয়েছেন ডিভিলিয়ার্স। সবাইকে অবাক করে ২০১৮ সালে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এবি ডিভিলিয়ার্স। এমন একটা সময়, যখন তিনি নিজের ব্যক্তিগত কেরিয়ারে সাফল্যের শিখরে অবস্থান করছিলেন। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে বিরোধের জেরেই এই সিদ্ধান্ত নেন এবিডি।
Related Articles
রেশন আধার সংযুক্তিকরণ এর সময়সীমা ৩১শে জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো।
কলকাতা, ৭ জানুয়ারি:- রাজ্যে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বরের সংযুক্তিকরণের সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হল। আগে রেশন কার্ডের সঙ্গে আধার যোগের শেষ সীমা ছিল ৩১ ডিসেম্বর। কিন্তু রাজ্যে আড়াই কোটিরও বেশি রেশন গ্রাহকের সংযুক্তিকরণ এখনও বাকি থাকায় সময়সীমা বাড়ানো হলো বলে খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে। এলাকা ভিত্তিক বিশেষ শিবির খুলে আধার রেশন সংযুক্তিকরণ […]
২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে তদন্ত করুক বিসিসিআই, গড়াপেটা প্রসঙ্গে অতুলগামাগেকে তীব্র আক্রমণ ডি’সিলভার।
স্পোর্টস ডেস্ক , ২২ জুন:- ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার অরবিন্দ ডি’সিলভা। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে নাকি বিক্রি করে দিয়েছিল শ্রীলঙ্কা। দিন কয়েক আগে এমনই অভিযোগ করেছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা অতুলগামাগে। তার পরেই শ্রীলঙ্কার ক্রিকেটে আলোড়ন তৈরি হয়। […]
লক ডাউন কেড়ে নিল এক শিশুর শিক্ষা।
জলপাইগুড়ি , ২৩ মে:- লক ডাউন কেড়ে নিল এক শিশুর শিক্ষা। পরিবারের বৃদ্ধ পিতা মাতার মুখে খাবার যোগান দিতে তাকে বাধ্য করল পড়াশোনা ছেড়ে শাক সবজি বিক্রি করতে। জলপাইগুড়ি শহরের রায়কত পাড়া শনি মন্দির সংলগ্ন এলাকায় বসবাস করে শিশু বিদ্যাসাগর পালোয়ান। বয়স দশ। বিদ্যালয়ের পড়াশোনা দ্বিতীয় শেণী পযর্ন্ত করেছিল। গতবার লক ডাউন ও অসুস্থতার জন্য […]