এই মুহূর্তে খেলাধুলা

সিএবিতে বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধা।

স্পোর্টস ডেস্ক , ১ জুলাই:- বুধবার ডঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন উপলক্ষ্যে, সিএবিতে বিসি রায় ক্লাব হাউসে বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করা হল। অন্য বছর এই দিনে সিএবিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু এ বছর করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে, শুধুমাত্র মাল্যদান করেই শ্রদ্ধা জানালেন সিএবির আধিকারিকরা। উপস্থিত ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সহ সভাপতি নরেশ ওঝা, সহসচিব দেবব্রত দাস সহ অন্যান্যরা।

করোনা পরিস্থিতিতে সিএবি দফতর বন্ধ রাখা হয়েছিল প্রায় দুমাস। এরপর দফতর খুললেও অল্প কর্মী নিয়ে সামাজিক দূরত্ব মেনে শুরু হয়েছে কাজ। তবে এখনও ঘরোয়া লিগের প্রস্তুতি শুরু করার কোনও ইঙ্গিত মেলে নি সিএবির পক্ষ থেকে। রাজ্যে দ্রুত গতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই রাজ্য সরকারের অনুমতি পাওয়ার পরেই, সামাজিক বিধি মেনে কী ভাবে খেলা শুরু করা যায় তার পরিকল্পনা করা হবে। উল্লেখ্য ক্রিকেটারদের সুরক্ষা নিয়ে ইতিমধ্যেই চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছেন সিএবি কর্তারা। তবে আগামী মরসুমের জন্য দলের ছেলেদের ফিট রাখতে, বাংলার ক্রিকেটারদের জন্য অনলাইনে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।