এই মুহূর্তে জেলা

তারকেশ্বর উন্নয়ন পরিষদের উদ্যোগে স্ট্রীট ভেন্ডারদের নিয়ে করোনা বিষয়ক সচেতনতা ক্যাম্প

শুভজিৎ ঘোষ , ২৯ জুন:- তারকেশ্বর উন্নয়ন পরিষদের উদ্যোগে স্ট্রীট ভেন্ডারদের নিয়ে করোনা বিষয়ক সচেতনতা ক্যাম্প, আজ সোমবার তারকেশ্বর পৌরসভার ভগৎ সিং মঞ্চে তারকেশ্বর উন্নয়ন পরিষদের(টি ডি এ) উদ্যোগে তারকেশ্বরের স্ট্রিট হকার দের নিয়েকোভিড -19 বিষয়ে একটি সচেতনতা ক‍্যাম্প অনুষ্ঠিত হয়, উপস্থিত ছিলেন টিডি এ ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার দীপক চক্রবর্তী , সুব্রত হালদার , তারকেশ্বর পৌরসভার হেলথ অফিসার ডক্টর দেবাঞ্জন চক্রবর্তী ,মোহন চট্টোপাধ্যায় এবং পৌর প্রশাসক স্বপন সামন্ত ,দোকানদারদের করোনা বিষয়ে সচেতনতা র পাশাপাশি ডেঙ্গু ও প‍্যলিথিনবিষয়ক নিয়েও আলোচনা করা হয়,উপস্থিত বিশিষ্ট জনেরা প্রত্যেকেই দোকানদার দের করোনা, ডেঙ্গু ,প‍্যলিথিনের ব‍্যপারে সচেতন করেন এবং সব শেষে উপস্থিত সকল হকার দের মাক্স, স‍্যানাটাইজার , গ্লাভস সহ একটি করে প্যাকেট তাদের হাতে তুলে দেয়া হয়,