হুগলি , ২৮ জুন:- বিপদের দিনে বিজেপির ছোট-বড় কোন নেতাকে রিষড়ার মানুষ পাশে পাননি । যখন করোনার আবহে মানুষ চরম কষ্টের মধ্যেও আমফান ঝড়ে শিকার হয়েছিলেন , রিষড়ার প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেস । এই ভাবেই বিজেপির বিরুদ্ধে তীব্র বিষোদগার করলেন রিষড়া পুরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিস্র। আজ রিষড়া পুরসভার বাইরে একদল অবিবেচক বিজেপি কর্মী যেভাবে সোশ্যাল ডিস্ট্যান্স না মেনে স্বাস্থ্যবিধি জলাঞ্জলি দিয়ে তারা এখানে এসে গেটের বাইরে নাটক করলেন। বিজয় বাবুর প্রশ্ন কোথায় ছিলেন আপনারা যখন তিন মাস ধরে রিষড়ার বিশাল সংখ্যক মানুষ কষ্টের মধ্যে ছিল , সেই সময় আপনাদের টিকি দেখা যায়নি। তখন কিন্তু তৃণমূল কর্মীরা প্রত্যেকটি পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছিল তাদের যেকোনো প্রয়োজনে তাদের পাশে ছিল আজকে দুর্নীতির কথা বলছেন।
বিজেপির এক নেতার এই পুরসভার লাগোয়া একটি বাড়ি তৈরি করছেন এখন কাজটা বন্ধ আছে জিপ্লাস ৪ অনুমোদন ছিল কিন্তু কোন রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে তিনি কাজ করেছেন।প্রয়োজনীয় যে ছাড় দেবার কথা সেটুকু অব্দি তিনি দেননি । রিষড়ার প্রশাসকের প্রশ্ন তাহলে কারা দুর্নীতিগ্রস্থ। আজকে বলা হচ্ছে দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস । আর নিজেরা সাধু। বিজেপি নেতা কমল কুমার সাউ পুরসভার জমি জলের দরে নিজের নামে করেছেন তাহলে দুর্নীতিগ্রস্ত কারা ? এছাড়াও এখানকার এক বিজেপি নেত্রী জড়িয়ে আছেন সব ব্যাপারটা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিজয় বাবু জানান মানুষের পাশে থাকার সঙ্গে সঙ্গে এখানকার যে সমস্ত সামাজিক কাজকর্ম , পৌর পরিষেবা সেগুলো কিন্তু এত সীমিত ক্ষমতার মধ্যে করে চলেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যে শহরের রাস্তাঘাট খারাপ অবস্থায় ছিল সেগুলো ঝাঁ চকচকে করা হয়েছে। দীর্ঘদিন ধরে এখানকার বাঙ্গুর পার্কের যে মাতৃসদনটি ভূতের বাড়ির মত পড়ে ছিল সেখানে আজকে একটা আধুনিক স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তিত করতে চলেছে। রবীন্দ্র ভবন একটা আধুনিক প্রেক্ষাগৃহে পরিণত হতে চলেছে । এসবই করেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত রিষড়া পুরসভা। আর তাদেরকে বলা হচ্ছে দুর্নীতিগ্রস্ত । সব কিন্তু রিষড়ার নাগরিকরা দেখছেন। বিজয় সাগর মিস্র সাফ জানিয়ে দেন রিষড়ায় বিজেপির কোন স্থান নেই । এবারের নির্বাচনে এখানে কোন সিট বিজেপি পাবে না। কারণ মানুষের সঙ্গে বিজেপি নেই বিজেপি লোকেরা দুর্নীতিগ্রস্ত পাকে ডুবে রয়েছে ।