স্পোর্টস ডেস্ক, ২৮ জুন:- এটিকে-মোহনবাগান সংযুক্তিকরণের পর থেকেই নতুন ক্লাবের নাম, জার্সির রং ও প্রতীক নিয়ে জল্পনা তুঙ্গে। ক্লাব কর্তারা এই প্রসঙ্গে মুখে কুলুপ আঁটলেও বিশ্বস্ত সূত্রের খবর, দু’রকম জার্সি তৈরির ভাবনা এটিকে-মোহনবাগান শিবিরের অন্দরমহলে। মোহনবাগানের ঐতিহ্য বজায় রেখে ঘরের মাঠে (হোম ম্যাচ) জার্সির রং সবুজ-মেরুন রাখার সম্ভাবনা কার্যত চূড়ান্ত। বাইরের মাঠের (অ্যাওয়ে ম্যাচ) জার্সিতে থাকবে লাল-সাদা রং। অর্থাৎ, যে জার্সি পরে এত দিন আইএসএলে খেলে এসেছে কলকাতার ক্লাব, সেটাই বজায় রাখার ইঙ্গিত পাওয়া গিয়েছে।এটিকে-মোহনবাগান নামেই খেলার সম্ভাবনা প্রবল। এটিকে-মোহনবাগান নতুন বোর্ডের অন্যতম কর্তা সৃঞ্জয় বসুর কথায়, ‘‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের চার রকমের জার্সি রয়েছে। সব জার্সির রং কিন্তু এক নয়। ইস্টবেঙ্গলও নীল জার্সি পরে অ্যাওয়ে ম্যাচ খেলেছে। গত দশ বছরে মোহনবাগানেও একাধিক বার অ্যাওয়ে জার্সির রং বদল হয়েছে।’’ এর পরেই তিনি যোগ করেছেন, ‘‘মোহনবাগানের ঐতিহ্য কোনও ভাবেই ক্ষুন্ন করা হবে না। ক্লাবের প্রতীক ও জার্সির রং কী ভাবে ব্যবহার করা হবে, তা আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।’’ সূত্রের খবর, মোহনবাগান, এটিকে দু’টো ক্লাবেরই প্রতীক রাখার সম্ভাবনা প্রবল।
Related Articles
পাখির চোখ বিধানসভা ভোট , বিজেপি যুব মোর্চার হাওড়া জেলা কমিটি ঘোষিত।
হাওড়া , ১৮ নভেম্বর:- হাওড়া জেলা বিজেপি যুব মোর্চার জেলা কমিটি ঘোষিত হল। মঙ্গলবার বিজেপির বেলিলিয়াস রোডের অফিসে ওই কমিটি ঘোষিত হয়। উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার হাওড়া জেলা সভাপতি ওমপ্রকাশ সিং সহ বিনয় আগরওয়াল, গৌতম গোস্বামী, অমরজিৎ সিং প্রমুখ বিজেপি নেতৃবৃন্দ। ভারতীয় জনতা যুব মোর্চা হাওড়া সদরের সভাপতি হিসেবে আগেই ঘোষিত হয়েছিল ওমপ্রকাশ সিং […]
চলে গেলেন জনপ্রিয় বিশিষ্ট অভিনেতা সন্তু মুখোপাধ্যায়।
প্রদীপ সাঁতরা ,১১ মার্চ :- প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। আজ বুধবার সন্ধ্যায় নিজের দক্ষিণ কলকাতার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। কিছুদিন আগেই শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখনই তাঁর সুগারের সমস্যা ও ক্যান্সারের চিকিৎসার কথা জানা গিয়েছিল। তবে সেইসময় কিছুটা […]
উত্তরপ্রদেশের ভোটের সঙ্গেই এরাজ্যে বালিগঞ্জ ও আসানসোলে উপনির্বাচন করতে চায় কমিশন।
কলকাতা, ২৫ জানুয়ারি:- উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে রাজ্যের এক লোকসভা ও এক বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। উত্তরপ্রদেশে সপ্তম তথা শেষ দফার ভোট ৭ মার্চ। ওইদিনই আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন করানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। এজন্য ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই বিজ্ঞপ্তি জারি করা […]