স্পোর্টস ডেস্ক, ২৮ জুন:- এটিকে-মোহনবাগান সংযুক্তিকরণের পর থেকেই নতুন ক্লাবের নাম, জার্সির রং ও প্রতীক নিয়ে জল্পনা তুঙ্গে। ক্লাব কর্তারা এই প্রসঙ্গে মুখে কুলুপ আঁটলেও বিশ্বস্ত সূত্রের খবর, দু’রকম জার্সি তৈরির ভাবনা এটিকে-মোহনবাগান শিবিরের অন্দরমহলে। মোহনবাগানের ঐতিহ্য বজায় রেখে ঘরের মাঠে (হোম ম্যাচ) জার্সির রং সবুজ-মেরুন রাখার সম্ভাবনা কার্যত চূড়ান্ত। বাইরের মাঠের (অ্যাওয়ে ম্যাচ) জার্সিতে থাকবে লাল-সাদা রং। অর্থাৎ, যে জার্সি পরে এত দিন আইএসএলে খেলে এসেছে কলকাতার ক্লাব, সেটাই বজায় রাখার ইঙ্গিত পাওয়া গিয়েছে।এটিকে-মোহনবাগান নামেই খেলার সম্ভাবনা প্রবল। এটিকে-মোহনবাগান নতুন বোর্ডের অন্যতম কর্তা সৃঞ্জয় বসুর কথায়, ‘‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের চার রকমের জার্সি রয়েছে। সব জার্সির রং কিন্তু এক নয়। ইস্টবেঙ্গলও নীল জার্সি পরে অ্যাওয়ে ম্যাচ খেলেছে। গত দশ বছরে মোহনবাগানেও একাধিক বার অ্যাওয়ে জার্সির রং বদল হয়েছে।’’ এর পরেই তিনি যোগ করেছেন, ‘‘মোহনবাগানের ঐতিহ্য কোনও ভাবেই ক্ষুন্ন করা হবে না। ক্লাবের প্রতীক ও জার্সির রং কী ভাবে ব্যবহার করা হবে, তা আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।’’ সূত্রের খবর, মোহনবাগান, এটিকে দু’টো ক্লাবেরই প্রতীক রাখার সম্ভাবনা প্রবল।
Related Articles
পুরীর অনুকরণে দীঘায় রথযাত্রা আগামী বছর, জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২০ জুন:- রাজ্য সরকার আগামী বছর পুরীর অনুকরণে দীঘায় রথযাত্রা আয়োজনের পরিকল্পনা করছে। কলকাতায় আজ ইসকনের আয়োজিত রথযাত্রার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানিয়েছেন। তিনি জানান, রাজ্য সরকার দীঘায় যে জগন্নাথ মন্দির নির্মাণের কাজ শুরু করেছে তা এখন শেষের পথে। সব ঠিক থাকলে সেখানে আগামী বছর রথযাত্রার আয়োজন করা হবে। রথযাত্রা অনুষ্ঠান থেকে […]
জিৎ অভিনীত ‘রাবণ’ ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করছেন হাওড়া সিটি পুলিশের ডিসি।
হাওড়া, ২ নভেম্বর:- হাওড়া সিটি পুলিশের দাপুটে কর্তা ডিসি হেড কোয়ার্টার দ্যুতিমান ভট্টাচার্যকে এবার দেখা যাবে রূপোলী পর্দার এক বিশেষ চরিত্রে। শত ব্যস্ততার জন্য সময়ের অভাবে ওই চলচ্চিত্রের ছোট একটি চরিত্রে তিনি অভিনয় করছেন। দ্বিতীয় হুগলী সেতুতে রবিবার হয় ‘রাবণ’ সিনেমার শ্যুটিং। সেখানে উপস্থিত ছিলেন জিৎ, তনুশ্রী, বিশ্বনাথের মতো ছবির মেগা তারকারা। পেশাগত শত ব্যস্ততার […]
নিশানায় এবার পিকে , ফের বিস্ফোরক সাংসদ কল্যান।
হুগলি, ২০ ফেব্রুয়ারি:- কোথায় গেল আইপ্যাক ? দালালি করার সময় অনেক লোক পাওয়া যায় কিন্তু কাজ করার সময় রয়েছি আমরা, শিরদাঁড়া সোজা করে কাজ করি। দাবি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুরভোটে প্রার্থী করা নিয়ে এবার আই প্যাকের বিরুদ্ধে সুর চড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ রবীবাসরীয় ভোট প্রচারে বৈদ্যবাটিতে এসে শ্রীরামপুর সাংসদ বলেন যারা নাম গুজে গুজে […]









