এই মুহূর্তে খেলাধুলা

অভিনব দৌড় প্রতিযোগিতায় শামি।

স্পোর্টস ডেস্ক , ২৮ জুন:- করোনাভাইরাসের কারণে সারা দেশে এখনও চলছে লকডাউন৷ কিন্তু মাস তিনেকের পর এবার বাইরে ট্রেনিং করতে শুরু করে দিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা৷ টিম ইন্ডিয়ার ডানহাতি পেসার মহম্মদ শামি তাঁর ওয়ার্ক-আউটের ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করলেন৷ ইনস্টাগ্রামে তিনি যে ভিডিওটি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে যে, তিনি তাঁর পোষা কুকুরের সাহায্যে গতি বাড়ানোর প্রশিক্ষণ নিচ্ছেন। স্প্রিন্টের বেশিরভাগ অংশে শামি তাঁর কুকুরের চেয়ে এগিয়ে ছিল৷ কিন্তু শেষের দিকে, কুকুরটি কিছুটা গতি বাড়িয়ে তুলেছিল এবং তারা উভয়ই একে অপরের থেকে পৃথকভাবে রেস শেষ করেছে বলে মনে হচ্ছে।

“জ্যাকের সঙ্গে গতির কাজ করুন” শামি ভিডিওটির ক্যাপশন দিয়েছেন। শামি তিন ফর্ম্যাটেই বিরাট কোহলির দলের অন্যতম সদস্য৷ ভারতের পেস-অ্যাটাকের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং ভবিষ্যতে যখনই ক্রিকেট আবার শুরু হবে তখন নিজেকে ফিট রাখতে এবং প্রস্তুত রাখতে তিনি কঠোর প্রশিক্ষণ নিচ্ছেন। বেশিরভাগ ক্রিকেটারের মতো শামি করোনভাইরাস বিরতির সময় ঘরে বসে সময় কাটাচ্ছেন। সম্প্রতি তিনি উত্তরপ্রদেশের নিজের বাড়ি সাহসপুরে একটি মাঠে নিজের বোলিং প্রশিক্ষণ শুরু করার একটি ভিডিও শেয়ার করেছেন। কডাউনের মধ্যেই ধীরে ধীরে আউটডোর ট্রেনিং শুরু করে দিচ্ছেন ভারতীয় ক্রিকেটারা৷ শার্দুল ঠাকুর, চেতেশ্বর পূজারা ও রোহিত শর্মার পর মাঠে দৌড়তে দেখা গেল ভারতীয় দলের ডানহাতি পেসার মহম্মদ শামিকে।