এই মুহূর্তে জেলা

হাওড়ার কন্টেনমেন্ট জোন ঘুরে দেখলেন পুলিশ কমিশনার।

হাওড়া , ২৭ জুন:- মুখ্যমন্ত্রীর নির্দেশমতো ৩১ জুলাই পর্যন্ত বেড়েছে লকডাউনের মেয়াদ। এরপরই বৃহস্পতিবার ২৫ জুন থেকে কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলি সিল করে দিয়েছিল পুলিশ। হাওড়ায় কমিশনারেট এলাকায় ২৭টি কন্টেনমেন্ট জোনকে কড়া পুলিশি পাহারায় ঘিরে দেওয়া হয়। ওই সমস্ত এলাকার বাসিন্দাদের এলাকার বাইরে বের হওয়া বা বাইরে থেকে কারও এলাকায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি হয়।এবার হাওড়া শহরের কণ্টেনমেণ্ট এলাকাগুলিতে লকডাউন ঠিকঠাক কার্যকর হচ্ছে কিনা শনিবার তা সরোজমিন করেন হাওড়ার পুলিশ কমিশনার কুণাল আগরওয়াল। হাওড়া কমিশনারেটের ২৭টি এলাকায় ফের কঠোরভাবে লকডাউন চালু করা হয়েছে। পুরো এলাকা সিল করে দেওয়া হয়েছে। ওইসব এলাকায় করোনার সংক্রমণ কমাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার এমনই কয়েকটি এলাকা ঘুরে দেখেন পুলিশ কমিশনার। প্রথমে তিনি বেলুড়ের রাজেন শেঠ লেনে যান। সেখানকার পরিস্থিতি ঘুরে দেখেন। ওই এলাকাটিকেও পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। সেখানে লকডাউন ঠিকঠাক চলছে কিনা তা ঘুরে দেখেন পুলিশ কমিশনার। সেইসঙ্গে বেলুড়ের একটি শপিং মলে গিয়ে নিরাপত্তাবিধি যথাযথ মানা হচ্ছে কিনা তাও ঘুরে দেখেন। বালি, বেলুড়, মালিপাঁচঘড়ার লকডাউন এলাকাগুলি ঘুরে দেখেন তিনি।