এই মুহূর্তে জেলা

১ জুলাই থেকে মেট্রো চালানোর প্রস্তাব মুখ্যমন্ত্রীর।


নবান্ন , হাওড়া , ২৬ জুন:- আগামী পয়লা জুলাই থেকে সামাজিক দূরত্ব মেনে কলকাতা মেট্রো রেল চলাচল ফের শুরু করার ব্যাপারে রাজ্য সরকার ছাড়পত্র দিয়েছে। যত সংখ্যক আসন কত সংখ্যক যাত্রী নিয়ে মেট্রো চলাচল শুরু করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেলের কাছে আবেদন জানিয়েছেন। রাজ্য প্রশাসন মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মেট্রো চলাচলের রূপরেখা স্থির করবে বলে তিনি জানান। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে আনলক পর্বে গণ পরিবহনের অপ্রতুলতার কারণে মানুষের অসুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন মেট্রোর ক্ষেত্রে সহজেই নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে পরিষেবা চালু করা সম্ভব। তাই পহেলা জুলাই থেকে মেট্রো পরিষেবা শুরু করা হোক । অন্যদিকে ডিজেলের দাম ক্রমাগত বাড়ায় বেসরকারি বাস মালিকেরা সমস্যায় পড়ছেন বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন মানুষের কথা ভেবে বাস ভাড়া না বাড়ালেও রাজ্য সরকার তাদের ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি জানান রাজ্যে ছয় হাজার বেসরকারি বাস-মিনিবাস চলে। আগামী তিন মাস রাজ্য সরকার প্রতি মাসে বাস পিছু ১৫ হাজার টাকা করে ভর্তুকি দেবে এজন্য সরকারের মোট ২৭ কোটি টাকা খরচ হবে। এছাড়া বেসরকারি বাসের চালক ও কন্ডাক্টারদের সরকারের স্বাস্থ্য সাথী বীমা প্রকল্পের আওতায় আনার কথা ও মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছেন। ১ লা জুলাই থেকেই ওই নতুন ব্যবস্থা কার্যকর হবে। এই সময় থেকে আরো ৫০০ সরকারি বাস পথে নামবে বলে তিনি ঘোষণা করেন।মুখ্যমন্ত্রী বলেন এ বিষয়ে তিনি বাস মালিক সংগঠন ও ইউনিয়ন গুলির সঙ্গে কথা বলেছেন। তারাও রাজ্য সরকারের শর্ত মেনে নিয়েছে। অন্যদিকে যথাযথ নিরাপত্তা ও শারীরিক পরীক্ষা ছাড়া ট্রেন এবং বিমান চালানোর কারণে রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। আপাতত আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক বিমান চলাচল একেবারে কমিয়ে দিতে তিনি কেন্দ্রের কাছে আবেদন জানান। আপাতত মাসে একদিন আন্তর্জাতিক এবং প্রতি ১৫ দিন অন্তর আন্ত রাজ্য বিমান চালানোর তিনি দাবি জানিয়েছেন।