সোজাসাপটা ডেস্ক ,২৩ জুন:- যেখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে জগৎবিখ্যাত পুরীর রথযাত্রা অনুষ্ঠিত হয়। এবার কিন্তু সম্পূর্ণ আলাদা। সেখানে কয়েক লক্ষ মানুষের জনসমাগম ঘটে জগন্নাথ দেবের ঐতিহাসিক পুরীতে। এবারে কিন্তু আদালতের নির্দেশে শহরে কার্ফু জারি রয়েছে। এবং সরকারি নিয়মে ও গাইডলাইন মেনে করোনার আবহে এবারে লোক সংখ্যা ছিল প্রায় হাতে গোনা। সুপ্রিম কোর্ট যে সমস্ত গাইডলাইনগুলো উদ্যোক্তাদের দিয়েছিল তা অক্ষরে অক্ষরে মেনে আজকের রথযাত্রা হয় । জগন্নাথ ,বলরাম ,সুভদ্রার তিনটি রথ টানার জন্য দেড় হাজার সেবাইত হাজির ছিলেন। জগন্নাথ দেবের রথ তালধ্বজ ,বলভদ্র এর রথ নান্দীঘোষ ,এবং সুভদ্রার রথ দর্পদোলন। তার আগে প্রত্যেককে সরকারি নির্দেশ মতো স্যানিটাইজ করতে হয়েছে। তবে এবারে যারা রথের দড়িতে টান দিয়েছেন প্রত্যেককেই সামাজিক দূরত্ব যেমন মেন্টেন করতে হয়েছে তার সঙ্গে সঙ্গে প্রতিষেধক ব্যবহার করেছেন। এদিকে সকাল সাতটার মধ্যে বিভিন্ন ধর্মীয় আচার নীতি সারা হয়। পুরীর মহারাজার রীতি অনুযায়ী পথে ঝাড়ু দেন। এবং বেলা বারোটার সময় জগন্নাথ দেবের রথ মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মাসির বাড়ি রওনা দেয়। তিন কিলোমিটার পথ পেরিয়ে মহাপ্রভুর রথ পৌঁছেয় গুন্ডিচাবাড়ি।
Related Articles
রাজ্যের সমস্ত বকেয়া সড়ক প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে।
কলকাতা, ২৮ অক্টোবর:- জাতীয় সড়ক সংস্কার সহ রাজ্যের সমস্ত বকেয়া সড়ক প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। এধরণের সমস্ত প্রকল্পের সমস্যা খুঁজে নির্ধারিত সময়ের মধ্যে তার সমাধান করার জন্য মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলা প্রশাসনকে নির্দেস দিয়েছেন। মঙ্গলবার উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে রাজ্যের বিভিন্ন সড়ক প্রকল্পে গতি আনার নির্দেশ দেন মুখ্যমন্ত্র মমতা […]
সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিধানসভায় ধর্ণায় বিজেপি।
কলকাতা, ১৩ জুন:- সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিজেপির সাসপেন্ড হওয়া বিধায়করা বিধানসভার বাইরে ধর্নায় বসেছে।বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গার নেতৃত্বে বিধায়করা প্ল্যাকার্ড নিয়ে ধর্না অবস্থান করছেন। বিজেপি বিধায়ক শংকর ঘোষ অভিযোগ করেন, যেভাবে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিধায়কদের সাসপেন্ড করা হচ্ছে, তাতে আগামী দিনে ৭০জন বিধায়ককেই সাসপেন্ড করা হতে পারে। তিনি আরও জানান, রামপুরহাটের বগটুইয়ের মত […]
ভোট পরবর্তী হিংসার ঘটনায় ডোমজুর থেকে দুজনকে গ্রেফতার করল সি বি আই।
হাওড়া, ৬ সেপ্টেম্বর:- অক্ষয় সামন্ত ও দেবাশীষ দে। দুজনকে গ্রেফতার করল সি বি আই। মোট তেরো জনের বিরুদ্ধে অভিযোগ ছিল। আজ ছয় জনকে ডোমজুর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। চারজনকে ছেড়ে দেওয়া হয়। বাকি দুজনকে গ্রেফতার করা হয়। এছাড়া অন্য সাতজনকে তাদের বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হয়। যে দুজন গ্রেফতার হয়েছে তারা ছাড়া বাকিদের ফের […]