এই মুহূর্তে জেলা

দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত সদস্যকে প্রকাশ্যে কান ধরে ওঠবোস করানো হলো রাস্তায়।

দ:২৪পরগনা , ২৩ জুন:- মথুরাপুর ২ নং ব্লকের কৈলাসপুর হরিণটানা বাজারে আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতেয় রাস্তা অবরোধ করছিলেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীরা রাস্তায় বাঁশ দিয়ে রোড অবরোধ করে রাখে। বিক্ষোভকারীরা বাইক ভাঙচুর করে বলে খবর। অভিযোগ নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েত সদস‍্য স্বপণ কুমার ঘাটু তিনি নিজের ঘরের সদস‍্যদের আ্যকাউন্টে টাকা দিয়েছেন। অথচ সেই ব্যক্তি পাকা বাড়ি বলে অভিযোগ স্থানীয়দের। নদীবাধের কাজ না করে ১০০ দিনের কাজের দূর্ণিতি করে কাজ না করায় নদীবাঁধ ভেঙে জল গ্রামের মধ‍্যে প্রবেশ করেছে বলে অভিযোগ স্থানীয়দের। এই অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত সদস্য কে প্রকাশ্যে সবার সামনে কান ধরে উঠবস খাওয়ালেন জনতা তারপর মথুরাপুর রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা। অভিযুক্ত পঞ্চায়েত সদস‍্যকে গ্রামবাসীরা আটকে রাখে বলে খবর। ঘটনাস্থলে পুলিশ পৌঁছাছে বলে খবর। বিক্ষোভকারীরা ঘটনাস্থলে তড়িঘড়ি মথরাপুর বিডিও অফিসার গেলে কি হবে তাকেও ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা।