এই মুহূর্তে জেলা

পুরসভা খোলার আগেই গেট বন্ধ করে দিয়ে অবস্থান শুরু করলো চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা।

সুদীপ দাস , ২২ জুন:- বেশ কিছু ধরেই অস্থায়ী কর্মীদের আন্দোলন শুরু হয়েছে চুঁচুড়া পুরসভায়। আন্দোলনর সূত্রপাত হয় নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতিকে কেন্দ্র করে। তাদের দাবি ছিল অস্থায়ী কর্মীদেরই স্থায়ী পদে নিয়োগ করতে হবে। এই নিয়ে দফায় দফায় এর আগেই অস্থায়ী কর্মীরা পুরসভায় বিক্ষোভ প্রদর্শন করেছেন। নিজেদের ৫দফা দাবী নিয়ে পুরসভায় ডেপুটেশনে দেওয়া পরও কোনো রফা সূত্র না বেরোনোয় এর আগেই তারা কর্মবিরতির হুমকি দিয়েছিল। আজ গেটর সামনে বসে বিক্ষোভ শুরু করলেন তারা। তাদের দাবী স্থায়ী পুরোকর্মী ছাড়া,

নতুন করে নিয়োগ হওয়া কোনো কর্মীকেই কাজে যোগদান করতে দেওয়া হবেনা। বেআইনি নিয়োগ প্রক্রিয়া এখনো চলছে, এবং তাদের বেতন বৃদ্ধি সহ আরো বেশকিছু দাবি দাওয়া নিয়ে আজ সকাল থেকেই পুরসভার গেটের সামনে অবস্থান শুরু করছেন তারা। দুপুর দেড়টার পর অবস্থান উঠলেও অস্থায়ী সাফাই কর্মীদের হুঁশিয়ারি অাবারও যদি অফিসিয়াল অস্থায়ী কর্মীরা সকাল ৯টায় রেজিষ্টার খাতায় সই করে কাজে যোগ দেয় তাহলে তাঁরাও ভোর ৬ টার বদলে সকাল ৯টায় রেজিষ্টার খাতায় সই করবে। আর সেটাই যদি হয় তাহলে শহর পরিষ্কার রাখা কতটা সম্ভব হবে সেটাই প্রশ্ন!