এই মুহূর্তে জেলা

লঞ্চ ঘাট গুলি পরিদর্শনে পরিবহণ দফতরের আধিকারিকরা।

হুগলি , ১৯ জুন:- লকডাউনে নিত্য যাত্রী দের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর হুগলি চন্দননগর থেকে ফেয়ারলী শ্রীরামপুর থেকে ফেয়ারলী রিষরা থেকে ফেয়ারলী উত্তরপাড়া থেকে থেকে ফেয়ারলী প্রভৃতি স্থানে যাতায়াত করার জন্য লঞ্চ ফেরি সার্ভিস চালু করেছে সরকার। আজ পরিবহণ দফতরের আধিকারিকরা এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এই সমস্ত লঞ্চ ঘাট গুলি পরিদর্শন করেন। এবং নিত্য যাত্রী যারা এই লঞ্চে করে শহরতলি থেকে কলকাতার দিকে যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলেন ।মূলত ঘাট গুলিরপরিকাঠামো কি অবস্থায় আছে সেগুলো তারা খতিয়ে দেখেন ।তার সঙ্গে সঙ্গে যাত্রী দের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই ব্যাপারটা তারা খতিয়ে দেখেছেন। এর সঙ্গে কি কি ঘাটতি আছে তাই নিয়ে ঘাট গুলির পরিচালন সমিতির মেম্বার দের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেন।