এই মুহূর্তে জেলা

দিনহাটার এক নার্স সহ জেলায় নতুন করে আক্রান্ত ৩ , সিল করে দেওয়া হয় আইসিইউ বিভাগও।


কোচবিহার, ১৯ জুন:- কোচবিহারে আরও তিনজন কোরোনায় আক্রান্ত হল। তার মধ্যে একজন স্বাস্থ্যকর্মী ও অন্য দু’জন পরিযায়ী শ্রমিক। আক্রান্ত স্বাস্থ্যকর্মী দিনহাটা হাসপাতালের নার্স। দুই পরিযায়ী শ্রমিক তুফানগঞ্জের বাসিন্দা। পরবর্তীতে তাদেরকে কোচবিহার কোভিড-১৯ হাসপাতালে সাময়িক সময়ের জন্য পাঠানো হয়েছিল। প্রথমবার নেগেটিভ আসার পর এদিন তাঁর দ্বিতীয় বার সোয়াব টেস্টের রিপোর্টে করোনা পজেটিভ আসে। এরপরেই নড়েচড়ে স্বাস্থ্য দফতর। সিল করে দেওয়া হয় দিনহাটা মহকুমা হাসপাতালের ওই আইসিইউ বিভাগ। তিনি হাসপাতালের যে ওয়ার্ডে ছিলেন সেই ওয়ার্ড স্যানিটাইজ় করা হয়েছে। এছাড়াও হাসপাতালের চিকিৎসক ও নার্স সহ ২০ জনকে হোম কোয়ারিন্টনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি দিনহাটা শহরের ৪ নম্বর ওয়ার্ডে ওই স্বাস্থ্য কর্মীর বাড়ির এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে। কোচবিহার জেলা মুখ্যয স্বাস্থ্য আধিকারিক রণজিৎ ঘোষ বলেন, ওই নার্সের সঙ্গে যাঁরা ডিউটিতে ছিলেন তাঁদের সবারই নমুনা পরীক্ষা করা হবে।

কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত জেলায় ২৭৭জন সংক্রমিত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২২০জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। গতকাল দিনহাটা মহকুমা হাসপাতালের নার্স সহ তিনজনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। তাঁদের মধ্যে দু’জন মহারাষ্ট্র ফেরত পরিযায়ী শ্রমিক। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। গতকাল চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এনিয়ে কোচবিহার জেলায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৬। কোচবিহার জেলায় করোনা আক্রান্তের সংখ্যায় দিনহাটা মহকুমাতেই সব থেকে বেশী ছিল। কিন্তু সমস্ত আক্রান্তই ভিন রাজ্য থেকে ফিরে আসা শ্রমিক। এই প্রথম কোন স্বাস্থ্য কর্মীর আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল দিনহাটায়। সেটাও আবার শহরের মধ্যে। ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ভাবে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।