হাওড়া , ১৮ জুন:- টানা প্রায় দশ বছর ধরে বন্ধ রয়েছে হাওড়ার রামকৃষ্ণপুর সমবায় ব্যাঙ্ক। কার্যত দুর্বিষহ অবস্থা ব্যাঙ্ক কর্মী থেকে শুরু করে গ্রাহকদের। বৃহস্পতিবার সকালে এমপ্লয়িজ ইউনিয়নের তরফ থেকে সমবায় মন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়। জানা গেছে, এই ব্যাঙ্ক দীর্ঘ ১০ বছর বন্ধ থাকার ফলে এই ব্যাঙ্কের প্রায় ৪০ হাজার গ্রাহক তাদের এই ব্যাঙ্কে গচ্ছিত টাকা তোলার ক্ষেত্রে বঞ্চিত। এবং ৬০ জন কর্মচারী তাদের মাসিক মাহিনা থেকে বঞ্চিত। রামকৃষ্ণপুর কো-অপারেটিভ ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে অনিন্দ্য ঘোষ বলেন, “কর্মচারিদের পরিবার আজ চরম অর্থকষ্টের মধ্যে আছে। ১০ বছর এরকম থাকা অবস্থায় নিজের সংসার বাঁচানোর জন্য কিছু না কিছু করে অনেকে সংসার চালাচ্ছিলেন। কিন্তু এই কোভিড-১৯ এ লকডাউনের ফলে সকলে গভীর সমস্যার মুখে দাঁড়িয়ে। ছেলেমেয়েদের পড়াশোনা বন্ধ হবার মুখে।
এই অবস্থায় এই ব্যাঙ্ক যদি খোলে তাহলে কর্মচারিদের পরিবার বাঁচবে। রাজ্য সরকার যদি এই ব্যাঙ্কের জন্য ৭০ কোটি টাকা না দেয় এই ব্যাঙ্ক খুলবে না। রিজার্ভ ব্যাঙ্ক এই ব্যাঙ্কের লাইসেন্স ফেরৎ দেবে না। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই ব্যাঙ্ক পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু করতে বলেছেন। তিন জনের কমিটি কোর্ট তৈরী করেছে। তারা ব্যাঙ্কে আসছে। হাইকোর্ট তার অর্ডারে পরিষ্কার করে উল্লেখ করেছে যে কমিটি যদি মনে করে কর্মচারী, গ্রাহক অথবা এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনা করতে পারেন। কিন্তু কোনও আলোচনা এখনও পর্যন্ত হয়নি। আমাদের দাবি, ৪০ হাজার গ্রাহক ও ৬০ জন কর্মচারিদের স্বার্থে অবিলম্বে ব্যাঙ্ক খুলতে হবে।”