এই মুহূর্তে জেলা

জামিনের এক সপ্তাহ পরেও মেলেনি মুক্তি , হুগলি সংশোধনাগারের সামনে ধর্ণায় পরিবার।

সুদীপ দাস , ১৭ জুন:- সংশোধনাগারের সামনে অবস্থানে বসলো পরিবারের লোকজন। গত মাসের ১১তারিখ হুগলীর ভদ্রেশ্বরের মহম্মদ জালালউদ্দীন ও ইমরান জালালকে তেলিনিপাড়া কান্ডে গ্রেফতার করে ভদ্রেশ্বর থানার পুলিশ। কিন্তু গত ১১/০৬ এ তাদের জামিন মঞ্জুর করে চুঁচুড়া জেলা আদালত। কিন্তু আজ পর্যন্ত প্রায় ৭দিন হতে চললো, তাদের হুগলী সংশোধনাগার থেকে এখনো পর্যন্ত ছাড়া হয়নি। আজ ওই দুই পরিবারের লোকজন হুগলী সংশোধনাগারের সামনে অবস্থানে বসেছেন। তাদের দাবি এই বিষয়ে সংশোধনাগারকে বহুবার জানানোর সত্ত্বেও কোনো রকম কর্ণপাত করেনি প্রশাসন।

জালালউদ্দীন ও ইমরান তাদের সঙ্গে দেখা পর্যন্ত করতে দেওয়া হয়নি। তাই তাদের কেন ছাড়া হচ্ছেনা, এবং কি কারণে তাদের আটকে রাখা হয়েছে, এই বিষয়গুলি তাদের জানানো হোক এবং অবিলম্বে তাদের মুক্তি দেওয়া হোক। বাড়ির লোকের আশঙ্কা, নিশ্চই কোনো রকম ঘটনা ঘটেছে,তাই তাদেরকে যেমন ছাড়াও হচ্ছেনা, তেমনি তাদের বিষয়ে কোনো জবাবদিহী করছে না জেল কর্তৃপক্ষ। শুধু এই দুইজন নয়, এদের অবস্থানে সামিল হয়েছে অন্য আরো কয়েকটি পরিবার, যাদের পরিবারের গ্রেফতার হওয়া ব্যক্তির জামিন মঞ্জুর হওয়ার সত্ত্বেও এখনো ছাড়া হচ্ছেনা সংশোধনাগার থেকে।