স্পোর্টস ডেস্ক , ১৭ জুন:- লাদাখের গালওয়ান সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনা সেনার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ২০ জন ভারতীয় সেনার শহিদ হওয়ার ঘটনায় শোকস্তব্ধ ক্রীড়া মহল। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, সহঅধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তনী যুবরাজ সিং, শচীন তেন্ডুলকর, ইরফান পাঠান, বীরেন্দ্র শেহওয়াগ সহ অন্যান্যরা তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। লাদাখে কর্তব্য পালন করতে গিয়ে শহিদ হওয়া ২০ জন ভারতীয় জওয়ানকে সেলাম ও শ্রদ্ধা জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। সৈনিকদের থেকে আত্মত্যাগী আর কেউ হন না বলে লিখেছেন ভিকে। শহিদ ভারতীয় জওয়ানদের পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করেছেন কোহলি। দেশের আসল নায়কদের আত্মত্যাগকে সম্মান ও শ্রদ্ধা জানিয়েছেন টিম ইন্ডিয়ার সহঅধিনায়ক রোহিত শর্মা। এ ধরনের হিংসা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে মনে করেন যুবি। বিশ্বশান্তির পক্ষেও সওয়াল করেছেন দেশের সর্বকালের অন্যতম সেরা অল-রাউন্ডার। অবিলম্বে চিনের সব উপাদানের ওপর নিষেধাজ্ঞা চাপানো উচিত বলে মনে করেন দেশের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং। চিন সীমান্তে শহিদ হওয়া ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ। চিনকে সাবধানও করেছেন তিনি।
Related Articles
পুনেতে সিঁদুর খেলায় মাতলো বাঙালি মহিলারা।
পুনে, ১৫ অক্টোবর:- দশমীর শেষ লগ্নে মাকে বিদায় জানাবার পালা, চারিদিকে শুরু হয়ে গেছে সিঁদুর খেলা মহারাষ্ট্রের পুনে শহরের পূণ্য পুনেপ বেঙ্গলি সমাজের মহিলা সদস্যরাও এই মুহূর্তে সিঁদুর খেলায় মেতে উঠেছেন। একে অপরকে সিঁদুর পরিয়ে দিয়ে মায়ের কাছে প্রার্থনা করছেন যে ভারত বর্ষ থেকে করোনার মতো মহামারী যাতে দূর হয়। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে […]
এখনও আশঙ্কাজনক বালির মহিলা।
হাওড়া,১৭ মে:- হাওড়ার বালির তর্ক সিদ্ধান্ত লেনে নিজের সাত বছর বয়সী শিশু কন্যাকে হাতের শিরা কেটে খুন করে আত্মহত্যার চেষ্টা করতে যাওয়া মহিলার অবস্থা এখনও সঙ্কটজনক। রবিবার সকাল পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি বলে জানা গেছে। শনিবার তিনি নিজের আদাসনে আত্মহত্যার চেষ্টা করেন। তারপর থেকে তিনি অচৈতন্য অবস্থায় রয়েছেন। চিকিৎসকরা তাকে সুস্থ করার চেষ্টা করছেন। […]
টিকটকের ফাঁদে পড়ে নিরুদ্দেশ তরুনী বধু,পুলিশের দ্বারস্থ স্বামী।
হুগলি,১৩ জানুয়ারি:- চুঁচু্ড়া ভগবতীডাঙার বাসিন্দা প্রসেনজিৎ মন্ডলের স্ত্রী প্রতিমা মন্ডল টিকটক ভিডিও করত।ভিগো ভিডিওতে তাঁর প্রোফাইল নাম জাসমিন।মাত্র নয় মাসে ৪ লাখ ২৮ হাজার ফলোয়ার জাসমিনের।খুব অল্প সময়ে ভালো পরিচিতি হওয়ায় পাটনা দিল্লী সহ বিভিন্ন জায়গায় ডাক আসত তাঁর।কখনো স্বামীর সঙ্গে কখনো প্লেনে চেপে একাই চলে যেতো তরুনী।গানের সঙ্গে লিপ দিয়ে নানা ভঙ্গিমায় টিকটক ভিডিও […]







