স্পোর্টস ডেস্ক , ১৭ জুন:- লাদাখের গালওয়ান সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনা সেনার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ২০ জন ভারতীয় সেনার শহিদ হওয়ার ঘটনায় শোকস্তব্ধ ক্রীড়া মহল। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, সহঅধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তনী যুবরাজ সিং, শচীন তেন্ডুলকর, ইরফান পাঠান, বীরেন্দ্র শেহওয়াগ সহ অন্যান্যরা তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। লাদাখে কর্তব্য পালন করতে গিয়ে শহিদ হওয়া ২০ জন ভারতীয় জওয়ানকে সেলাম ও শ্রদ্ধা জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। সৈনিকদের থেকে আত্মত্যাগী আর কেউ হন না বলে লিখেছেন ভিকে। শহিদ ভারতীয় জওয়ানদের পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করেছেন কোহলি। দেশের আসল নায়কদের আত্মত্যাগকে সম্মান ও শ্রদ্ধা জানিয়েছেন টিম ইন্ডিয়ার সহঅধিনায়ক রোহিত শর্মা। এ ধরনের হিংসা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে মনে করেন যুবি। বিশ্বশান্তির পক্ষেও সওয়াল করেছেন দেশের সর্বকালের অন্যতম সেরা অল-রাউন্ডার। অবিলম্বে চিনের সব উপাদানের ওপর নিষেধাজ্ঞা চাপানো উচিত বলে মনে করেন দেশের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং। চিন সীমান্তে শহিদ হওয়া ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ। চিনকে সাবধানও করেছেন তিনি।
Related Articles
আরজি কর কাণ্ডে দোষী উপযুক্ত শাস্তির দাবিতে নৈহাটিতে প্রতিবাদ মিছিলে ব্যারাকপুরে সাংসদ।
উঃ২৪পরগনা, ১৭ আগস্ট:- মুখ্যমন্ত্রীর দাবি মতো আমরা ফাঁসির নিচে কোনও শাস্তি মানবো না। আর জি করের ঘটনায় নৈহাটীতে দলের প্রতিবাদ মিছিলে হেঁটে বললেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক। এদিন নৈহাটীর স্বপ্নবিথী পার্কের সামনে থেকে মিছিল শুরু হয়। অরবিন্দ রোড ধরে মিছিল আর বি সি রোড হয়ে গরুরফাঁড়িতে গিয়ে শেষ হয়। সাংসদ বলেন, আর জি কর […]
কারখানায় অক্সিজেনের সিলিন্ডার ফেটে মৃত এক, জখম তিন।
সুদীপ দাস, ৪ আগস্ট:- কারখানায় অক্সিজেনের সিলিন্ডার ফেটে মৃত এক। ঘটনায় গুরুতর জখম তিনজন। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পোলবা থানার নারায়ন অক্সিজেন নাম একটি অক্সিজেন তৈরীর কারখানায়। এদিন সিলিন্ডারে অক্সিজন ভরার সময় হঠাৎই একটি সিলিন্ডার ফেটে যায়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে মৃত্যু হয় কালিপদ মাঝি(২৫) নামে এক কর্মীর। সেসময় সেখানে উপস্থিত […]
আগামীকাল অনাড়বম্বর ভাবে পালিত হবে কন্যাশ্রী দিবস।
কলকাতা, ১৩ আগস্ট:- এবছরও কোভিডের ছায়া কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে। শনিবার রবীন্দ্র সদনে সীমিত সংক্ষক অতিথিদের উপস্থিতিতে দিনটি পালন করার আয়োজন করছে রাজ্য সরকার। যেখানে প্রকল্প রূপায়নে সেরা জেলাগুলিকে পুরস্কৃত করার পাশাপাশি সেরা ছাত্রীদের পুরস্কার এবং সম্বর্ধনাও দেওয়ার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সেরা জনমুখী প্রকল্পগুলির অন্যতম কন্যাশ্রী। প্রতিবছর ১৪ই আগস্ট দিনটি কন্যাশ্রী দিবস হিসাবে পালন করা […]