সুদীপ দাস , ১৪ জুন:- কোমর ,ঘাড় ,হাটু,যন্ত্রণা হচ্ছে ? ট্রাকশন নিয়ে ডাক্তারের ওষুধ খেয়ে ফিজিওথেরাপি করে কিছুই হচ্ছে না ? চিন্তা করবেন না। এসব আর কিছুই করতে হবে না। বরঞ্চ বিলাসিতার মধ্যে সামান্য পয়সা খরচা করে সুইমিংপুলে চান করতে করতে সারিয়ে ফেলুন আপনার যন্ত্রণাকাতর দেহটিকে। অভিনব এই পদ্ধতি হুগলি জেলা নিয়ে এলো যন্ত্রণাকাতর মানুষদের জন্য। অন্য জায়গায় বিশেষ করে আমাদের রাজ্যে এটি আছে কিনা তা অবশ্য জানা নেই। তবে হুগলি জেলায় এটি প্রথম চালু হলো কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প পুরসভার সহযোগিতায় । আগামীকাল থেকেই খুলে দেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে আর্থাইটিস স্পন্ডেলাইটিস রোগাক্রান্ত ব্যক্তিদের জন্য। কিভাবে এই চিকিৎসা হচ্ছে সেই বিষয়টি জেনে নেওয়া যাক? বিশেষ ধরনের এই সুইমিংপুল বা ওয়াটার ট্যাঙ্ক জেটির গভীরতা খুবই কম ডুবে যাওয়ার ভয় নেই এবং তলাটিও সমান্তরাল। এই জলটি নির্দিষ্ট তাপমাত্রা রাখা হয়েছে যা আপনার শরীরে সহন ক্ষমতা সম্পন্ন।
এক কথায় বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ না গিয়ে আপনি এখানে এলেও সেই একই গরম জলে স্নান করার অভিজ্ঞতাটুকু অর্জন করবেন। এরপর এখানকার ফিজিওথেরাপিস্টরা তাদের নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে আপনার যে অংশে যন্ত্রনায় কষ্ট পাচ্ছেন তার চিকিৎসা পদ্ধতি আপনাকে বাতলে দেবে। এই জলে নেমে স্নান করার পর আর ধীরে ধীরে কয়েক দিনের মধ্যেই আপনি সেই যন্ত্রণা মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন জোরালো ভাবে এই দাবি করছে এখানকার চিকিৎসকরা। কোন রকম ওষুধ প্রয়োগ নয় কোনরকম ট্রাকসন ও আপনাকে নিতে হবে না। শুধুমাত্র কিছু সময় এই জলে স্নান করার পর আপনি সুস্থ হয়ে উঠবেন আবার আগের মতন কি ভাবছেন আসবেন কিনা?আসুন কারণ যেখানে বাড়িতে আপনাকে বা কোন ফিজিওথেরাপিস্ট এর কাছে গেলে ৩০০ থেকে ৫০০ টাকা ব্যয় করতে হয় এখানে কিন্তু সামান্য টাকা ১০০ টাকার ভিতরে আপনি রোগ মুক্তি হবে দীর্ঘদিনের যন্ত্রণা থেকে। ভেবে দেখুন কি করবেন ? যন্ত্রনা না মুক্ত বিহঙ্গ হয়ে বাঁচবেন।