নদিয়া , ১৪ জুন:- আজ নদীয়ার কৃষ্ণনগরে “আত্মনির্ভর ভারত” এর এক যৌথ শপথগ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি, সাংসদ (মেদিনীপুর) দিলীপ ঘোষ, রানাঘাট লোকসভার মাননীয় সাংসদ জগন্নাথ সরকার, নদীয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি আশুতোষ পাল, নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি অশোক চক্রবর্তী এবং প্রাক্তন সাংসদ ও বিশিষ্ট ক্রীড়াবিদ জ্যোতির্ময়ী শিকদার।
Post Views: 396