কোচবিহার , ১১ জুন:- করোনা মোকাবিলায় সারাদেশে দীর্ঘ মেয়াদী চলছে লকডাউন। আর সেই লকডাউনের কারনে মানুষ প্রায় দিশেহারা। সেই আবহের ভারত-বাংলা সীমান্তের কাঁটাতারের গেট বন্ধ রয়েছে। তা নিয়ে বারবার স্থানীয় বিধায়ক বৈঠক করার পরে সেই সীমান্ত এলাকায় গেট এখন বন্ধ। বর্তমান সময়ে কৃষি জমিগুলিতে ধান চাষ করেছে স্থানীয় চাষিরা। সেই ধান সব পাকার পরে সেই ধান মাটিতে পড়ে যাচ্ছে। সীমান্তের গেটে তালা থাকায় তারা ধান কাটতে যেতে পারচ্ছে না। তাই বাধ্য হয়ে সীমান্ত গেটের ওপারে ভারত ভু-খন্ডের চাষবাসকারি কৃষকরা কোচবিহার রাজ্য সড়কের অশোক বাড়িতে এলাকায় অবরোধ করে বিক্ষোভ দেখায়। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল, আইসি প্রদীপ সরকার সহ বিশাল পুলিশবাহিনী। আন্দোলনকারী কৃষকদের সাথে কথা বলেন এবং তাদের আশ্বাস দেন আগামী ২৪ ঘন্টার মধ্যে ওই কাঁটাতারের গেট খুলে দেওয়া হয়। ওই আশ্বাস পেয়ে ২ ঘন্টা পথ অবরোধের পর তা তুলে নেয়।
অবরোধকারী এক কৃষক জানান, বর্তমানে মাথাভাঙায় চেনাকাটা বিওপি এলাকায় গেট বন্ধ থাকায় ভারতীয় ভূখণ্ডে থাকা কৃষকদের জমির উৎপাদিত ফসল আনা যাচ্ছে না এবং বর্তমানে বীজতলার কাজ করা যাচ্ছে না, কারণ গেট বন্ধ। আমরা সেখান থেকে ফসল তোলার জন্য বারবার আবেদন করেছি। কিন্তু সেখানকার রক্ষীরা আমাদের জমিতে ধান কাটতে যেতে দিচ্ছে না। এই ভারত-বাংলা সীমান্ত নিয়ে বহুবার বিভিন্ন জায়গায় দরবার করলেও গেট খোলা হচ্ছে না। এর আগে এলাকার বিধায়ক হিতেন বর্মন, প্রধান সম্পা রায় চৌধুরী, অমল রায় সহ বিভিন্ন ব্যক্তিরা বিএসএফের সাথে আলোচনা করেন, তাতেও কোনো ফল হয়নি। তাই বাধ্য হয়ে কাঁটাতারের বেড়ার ওপরে থাকা জমির মালিকরা বা কৃষকরা বাধ্য হয়ে গেট খোলার দাবিতে কোচবিহার রাজ্য সড়কে অশোক বাড়িতে অবরোধ করে। পরে পুলিশের আশ্বাস পেয়ে ২ ঘন্টা পর পথ অবরোধ তুলে নেয় পুলিশ।