এই মুহূর্তে জেলা

শিবপুরে যুবক খুনের কিনারা করল পুলিশ। দূর্গাপুর থেকে ধৃত অভিযুক্ত।


হাওড়া , ১১ জুন:- শিবপুরে যুবক খুনের ঘটনায় সাফল্য পেল পুলিশ। এই খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। খুন করে জেলা ছেড়ে পালিয়েছিল অভিযুক্ত। কিন্তু পালিয়ে গিয়েও রেহাই মিলল না। শিবপুর থানার স্পেশাল টীম পৌঁছে যায় সেখানেও। ধরা পড়ে পিএম বস্তিতে খুন করে লুকিয়ে থাকা বছর উনিশের শাহরুখ। বৃহস্পতিবার তাকে হাওড়া আদালতে পেশ করা হয়। গত ৫ই জুন সন্ধ্যায় পিএম বস্তিতে নিজের পাড়ার রকে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন এলাকার বাসিন্দা আকবর আনসারি। সেই সময়ে হঠাৎই কয়েকজন যুবক ছুটে আসে তাদের লক্ষ্য করে। কিছু বুঝে ওঠার আগেই এক যুবক আকবরকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আকবর। তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গন্ডগোলের সুযোগ নিয়ে এলাকা ছাড়ে অভিযুক্ত শাহরুখ ও তার সঙ্গীরা। মৃত যুবকের বোনের অভিযোগের ভিত্তিতে শাহরুখের বাড়িতে রাতেই পুলিশ হানা দিলেও তার নাগাল পায়নি। পুলিশের চোখে ধুলো দিয়ে সেবার পালিয়ে গেলেও এবার আর পুলিশের হাত এড়াতে পারল না শাহরুখ। লরির খালাসি হয়ে গা ঢাকা দেওয়ার প্ল্যান তার আর কাজে লাগল না। প্রাথমিক তদন্তের পরে পুলিশের ধারণা পারিবারিক কারণেই এই শত্রুতা। এর পিছনে সম্পত্তিগত বিবাদও থাকতে পারে বলে তদন্তকারীরা মনে করছেন। এদিন শাহরুখকে আদালতে পেশ করা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।