স্পোর্টস ডেস্ক , ১১ জুন:- বুধবারের বোর্ড মিটিংয়েও চলতি বছরের টি-২০ বিশ্বকাপ নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারল না আইসিসি। একই সঙ্গে ঝুলে রইল মহিলাদের আগামী বছরের ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের ভাগ্যও। করোনা ভাইরাসের প্রভাব এখনও নিয়ন্ত্রণে না আসায় আপাতত পরিস্থিতির ওপর নজর রাখাই শ্রেয় বলে মনে করছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। ক্রিকেটার, ক্রিকেট প্রেমীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে টি-২০ বিশ্বকাপের ভাগ্য আরও এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ইভেন্ট আয়োজন করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধান হতে চাইছে আইসিসি।
সবকটি ক্রিকেট খেলিয়ে দেশের সদস্য, টুর্নামেন্টের ব্রডকাস্টার, অংশীদার, সব দেশের সরকার এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলে তারা এ ব্যাপারে চূড়ান্ত নিতে চায় বলে জানিয়েছে আইসিসি। অস্ট্রেলিয়ায় চলতি বছরের ১৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা টি-২০ বিশ্বকাপ। প্রায় এক মাস চলার কথা টুর্নামেন্ট। তবে করোনা ভাইরাসের কারণে নির্ধারিত সূচি মেনে বিশ্বকাপের আসর বসাতে চাইছে না অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে কবে হবে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, তা নিয়ে চূড়ান্ত নিতে বুধবার টেলি কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে বসেছিলেন আইসিসি বোর্ডের সদস্যরা। তবে এদিনের বৈঠকেও কোনও সিদ্ধান্ত নিতে পারল না আইসিসি। জুলাই এ ফের আলোচনায় বসার সম্ভাবনা। পাশাপাশি ঝুলে রইল আইপিএল এর ভাগ্যও।