এই মুহূর্তে জেলা

বেহাল রাস্তার অ্যাম্বুলেন্স আটকে যাওয়ায় ঘটনার পর, মেরামতির কাজ শুরু করলো প্রশাসন।

মালদা, ১১ জুন:- সংবাদ মাধ্যমের খবরের জেরে নড়েচড়ে বসলো মালদা জেলা প্রশাসন । মালদা মানিকচক ব্লকের গর্বধোনটোলা গতকাল একটি মেডিকেলটিমের একটি অ্যাম্বুলেন্স বেহাল রাস্তার কারণে দুর্ঘটনার কবলে পড়ে। এই টিমের সদস্যরা মানিকচক গ্রামীণ হাসপাতাল থেকে ভুতনি থানার পুলিনটোলা ও খুসবোরটোলা এলাকায় লালারসে নমুনা সংগ্রহ করতে যাচ্ছিল। কিন্তু রাস্তা খারাপ থাকায় গোর্বধনটোলা কাদামাটির মধ্যে আটকে পড়ে ফলে মাঝ রাস্তা থেকে ঘুরে আসতে হয় স্বাস্থ্য দপ্তরের কর্মীদের ।

এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পর জেলা প্রশাসন বৃহস্পতিবার মানিকচক ব্লক প্রশাসনের ইঞ্জিনিয়ার ওই খারাপ রাস্তার পরিদর্শন করে সাথে ছিলেন ভুতনি জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি দিলীপ মন্ডল তারা মাপজোক করে এবং দ্রুত রাস্তা মেরামতের কাজের নির্দেশ দেওয়া হয় । এই বিষয়ে মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল জানাই গতকাল একটি অ্যাম্বুলেন্স এই রাস্তায় আটকে পড়েছিল তাই আমরা এমার্জেন্সি প্রিয়তে রাস্তার মেরামতির কাজ শুরু করা নির্দেশ দেওয়া হয়েছে । ইতিমধ্যে বাংলার আবাস যোজনায় রাস্তার টেন্ডার হয়েছে এবং লকডাউনের কারণে কাজ শুরু হয়নি খুব তাড়াতাড়ি রাস্তাটি পাকা করা হবে । এখন জরুরি পরিষেবার জন্য মেরামতির কাজ করা হবে দ্রুততার সাথে।