হাওড়া, ৭ জুন:- লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ থাকার পর সোমবার থেকে রাজ্যের সব সরকারি অফিস খুলতে চলেছে। সরকারি নির্দেশ অনুযায়ী ৭০ শতাংশ কর্মী নিয়ে খুলছে হাওড়া পুরসভাও। লকডাউনের সময়ে পুরসভার কিছু জরুরি বিভাগ খোলা থাকলেও সামগ্রিকভাবে বন্ধ ছিল পুরসভার অন্যান্য বিভাগের পরিষেবা। করোনা সংক্রমণ ঠেকাতে পুরোমাত্রায় সক্রিয় ছিল পুরসভার স্বাস্থ্য দপ্তর। এছাড়াও বিদ্যুৎ বিভাগ, নিকাশি ও সাফাই বিভাগ, ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ প্রভৃতি দপ্তরের কর্মীরা নিয়মিত কাজ করে গিয়েছেন। এবারে কাজ শুরু হতে চলেছে সব দপ্তরেই। পুরসভা সূত্রের খবর, সরকারি নির্দেশ মেনে ৭০ শতাংশ কর্মী নিয়েই সোমবার থেকে চালু হবে হাওড়া পুরসভা। যে সব কর্মীদের কাউন্টারে বসতে হবে তাঁদের নিরাপত্তার জন্য কাউন্টারের জানালাটি প্ল্যাস্টিকের পর্দা দিয়ে ঘিরে দেওয়া হবে। সেই পর্দায় দুটি ছিদ্র থাকবে কথা শোনার জন্য। এছাড়াও কাউন্টারের সামনে নির্দিষ্ট দূরত্ব মানার জন্যে গোলাকার দাগ দিয়ে দাঁড়ানোর জায়গা নির্ধারিত করা হয়েছে। পুরসভার মূল অফিসের প্রধান ফটকেই আগত প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করা হবে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে সরকারি নির্দেশ মেনেই ব্যবস্থা করা হবে। শুধুমাত্র পুরসভার মূল অফিসেই নয়, সমস্ত বোরো অফিসগুলোতেও একই নিয়ম অনুসরণ করা হবে।