এই মুহূর্তে কলকাতা

‘রাজনীতি রাজনীতির সময় হবে ,দুর্যোগের দিনেও রাজনীতি করছে কেউ কেউ – মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা, ৫ জুন:- দুর্যোগের দিনেও রাজনীতি করছে কেউ কেউ। বিরোধীদের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দক্ষিণ কলকাতার হরিশ পার্কে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা লড়াই করছি কি করে দুর্যোগ দুর্ভোগের হাত থেকে মানুষকে রেহাই দেওয়া যায়। কিন্তু একটা রাজনৈতিক দল বলে বেড়াচ্ছে আগে এদের তারাও। আমাদের ভোট দাও। এটা কি রাজনীতির সময়? আমি তো বলছি না যে দিল্লি থেকে নরেন্দ্র মোদীকে তাড়িয়ে দাও। কারণ এটা তার সময় নয়।’মুখ্যমন্ত্রীর কথায়, ‘রাজনীতি রাজনীতির সময় হবে। আপনারা কেন এখন এসব করছেন?

যান গিয়ে মানুষের সেবা করুন। কেউ তো ভয়ে তিন মাস বেরোননি। একমাত্র আমরাই কাজ করেছি। মানুষের পাশে দাঁড়িয়েছি।’ তাঁর বক্তব্য, ওড়িশায় ফণীর সময় এক মাস বিদ্যুৎ ছিল না। তখন এ রাজ্য থেকে ইঞ্জিনিয়ার পাঠানো হয়েছিল। চেন্নাই মুম্বাই তেও বৃষ্টিতে জল জমে যায়। অথচ এখানে একটু জল জমলে সবাই হই হই শুরু করে দেন। মুখ্যমন্ত্রী বলেন,’দুর্যোগ হলে রাজনীতি না করে কি করে তার থেকে রেহাই পাওয়া যায় তা দেখতে হবে। একটার পর একটা আঘাত বাংলার উপর দিয়ে গেছে। সব এক সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে।