এই মুহূর্তে জেলা

আমফানে ক্ষতিগ্রস্থ বটগাছের নতুন করে জন্ম দিলো চাকুন্দির মানুষ।

চিরঞ্জিত ঘোষ, ৫ জুন:- বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ৫ই জুন বৃক্ষরোপন করল সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড। একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ বিধস্ত আমফন ঝড়ে প্রচুর গাছ নষ্ট হয়েছে। এই রকম একটা পরিস্থিতে সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকাবাসী। আমফন ঝড়ে চাকুন্দি হাওড়া ব্রিজ বাস স্টপেজে একটি বহু পুরাতন বটগাছ ছিল সেটি উপরে যায়, যথাস্থানে একটি বটগাছ লাগিয়ে দেয় সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড। এছাড়া বিভিন্ন জেলায় বৃক্ষরোপন উৎসব পালন করা হয়।

সংস্থার সর্বভারতীয় সভাপতি আবু আজাদ বলেন ‘এই বছর আমফন ঝড়ে প্রচুর গাছ নষ্ট হয়েছে, যার ফলে পরিবেশের যে ক্ষতি হয়েছে সেটা পূরণ করতে আমাদের সবাই কে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, যার জন্য আমাদের এই উদ্যোগ। আগামী দিনে আমাদের লক্ষ্যমাত্রা আছে একলক্ষ গাছ লাগানোর।’ হুগলি জেলাকে সবুজায়ন করার লক্ষ্যে এগিয়ে চলেছেন জেলা সভাপতি আবু মল্লিক এবং সম্পাদক । এছাড়া মুর্শিদাবাদ জেলার দায়িত্ব নেন নূর ইসলাম শেখ, বীরভূম জেলার আঞ্জু মিদ্দা, কলকাতা জেলার অমিতাভ লুথরা,দক্ষিণ ২৪ পরগনার জুলহাস মোল্লা। সকল সবুজ সৈনিক নিজ জেলাকে সবুজে ভরিয়ে তুলতে আজ শপথ নেন।