এই মুহূর্তে জেলা

পাথরপ্রতিমায় নদীবাধ পরিদর্শনে নামলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

দ:২৪পরগনা, ৪ মে:- দক্ষিণ ২৪ পরগনায় নদীপথ গুলি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কোথাও বা নদীর বাঁধ ভেঙ্গে গ্রামের মধ্যে প্রবেশ করেছেন সেইসব নদীর বাঁধ গুলি মেরামত ও খতিয়ে দেখতে দুপুর ১.৩০ নাগাদ তিনি পাথর প্রতিমায় নদীগুলি পরিদর্শন করছেন। বর্তমানে তিনি গোপালনগর নদীবাধ পরিদর্শন করছেন। পরিদর্শন করার পর রাজ্যের মন্ত্রী জানিয়েছেন আম্ফানে নদীবাধ ক্ষতিগ্রস্ত হওয়ার পর ভরা জোয়ারে যাতে নদীবাধ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য যা যা ব‍্যবস্থা নেওয়ার তা তারা নেবেন। জোয়ারের জল ৫.৮ মিটার পর্যন্ত জোয়ারের জল উঠলে বাধ তা আটকে দিতে পারবে। যদি তার বেশি আসে তাহলে সমস্যা দেখা দিতে পারে।