এই মুহূর্তে জেলা

আমফান ,পরিযায়ী শ্রমিক সহ বিভিন্ন ইস্যুতে হাওড়ায় জগৎবল্লভপুরে বিডিওকে স্মারকলিপি দিল বিজেপি।

হাওড়া, ৪ জুন:- আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ও করোনা পরিস্থিতি মোকাবিলায় চাই আরও বেশি সক্রিয়তা। পরিযায়ী শ্রমিকদের জন্য অঞ্চলভিত্তিক কোয়ারেন্টিন সেন্টার, তাদের প্রত্যেকের জন্য কোভিড টেস্ট এবং খাদ্য, পানীয় জল, বিদ্যুৎ, শৌচালয়ের দাবিতে এবং ব্লকের সব মানুষকে রেশনে খাদ্যসামগ্রী দিতে হবে এই দাবিতে বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে জগৎবল্লভপুরে বিডিওর কাছে স্মরকলিপি দেওয়া হয়। এদিন এই কর্মসূচির নেতৃত্ব দেন হাওড়া জেলা বিজেপি সদর সভাপতি সুরজিৎ সাহা ও বিজেপি নেতা দেবজিৎ সরকার ।বিজেপি নেতৃত্বের দাবি , আমফানের জন্য হাওড়া জেলার অনেক মানুষই ক্ষতিগ্রস্ত। তাঁদের পাশে সরকারকে আরও বেশি সক্রিয়ভাবে থাকতে হবে। পাশাপাশি, করোনার জন্য যে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে তার গুণগত মান আরও বাড়াতে হবে।আর্ত মানুষদের চাল, ডাল সহ নানা খাদ্রসামগ্রী পৌঁছে দিতে হবে। প্রশাসন এই দাবি পূরণে সত্বর সক্রিয় ব্যবস্থা না নিলে পরবর্তীকালে বিজেপির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন হবে বলে এদিন বিজেপির পক্ষ থেকে জানানো হয়।