বাঁকুড়া ,২ মে:- এবার কী পশ্চিমবঙ্গেও কী পঙ্গপালের হানা? পঙ্গপালের তাণ্ডব কি এবার বাঁকুড়ার বিষ্ণুপুরেও? এখন এই খবরে তোলপাড় নেট দুনিয়া। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ‘ভাইরাল’ এই ছবি। ঝাড়গ্রাম ও বাঁকুড়ার ঝাড়খণ্ড লাগোয়া জঙ্গলে ইতিমধ্যেই পঙ্গপাল জাতীয় পতঙ্গের দেখা মিলছে বলে দাবি।স্থানীয় এক বাসিন্দা বলেন এমনিতেই আমরা করোনাভাইরাস নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি , তার ওপর এই পঙ্গপাল রীতিমত এখন আমরা আরো বেশি আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছি । কেননা আমাদের এই এলাকা মূলত কৃষি প্রধান ফলে পঙ্গপাল একবার কৃষিক্ষেত্রে প্রবেশ করলে ফসল ধ্বংস হয়ে যাবে ।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বাঁকুড়ার বিষ্ণুপুরের লায়েকবাঁধ গ্রাম পঞ্চায়েতের লখ্যাশোল শালবাগানে এসে ঘাঁটি গেড়েছে পঙ্গপালের দল। ইতিমধ্যেই জঙ্গলের শাল পাতা সাবাড় করছে তাঁরা। তবে এই ঘটনার পিছনে পঙ্গপালই দায়ী কিনা নিশ্চিত নন কেউই। বিষ্ণুপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য মহাদেব মাল জানিয়েছেন, ‘একদিকে করোনা আতঙ্ক অন্যদিকে আমফানের প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিলেন এই এলাকার চাষিরা। এখন পঙ্গপালের হানা দিচ্ছে এই এলাকায়। কিন্তু এগুলি যদি সত্যিই পঙ্গপাল হয় তাহলে চাষিরা আরও ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়বে। তাই বিশেষজ্ঞরা এ বিষয়ে একটু নজর দিলে খুবই ভালো হয়’। এ বিষয়ে বিষ্ণুপুর ডিএফও-র সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।