এই মুহূর্তে জেলা

হাওড়ায় ঘূর্ণিঝড় বিপর্যস্তদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ট্রাফিক পুলিশের কর্মীরা।

হাওড়া,২ মে:- ঘূর্ণিঝড় আমফানে’র তান্ডবের পর কয়েকদিন কেটে গেলেও এখনও খোলা আকাশের নিচেই দিন কাটছে সাঁতরাগাছি বস্তির বেশ কিছু বাসিন্দার। প্রায় একশ ঘর বাসিন্দার অনেকেরই ঘরের ছাদ উড়ে গিয়েছিল আমফানের তান্ডবে। এরপর থেকেই ছাদহীন ঘরেই দিন কাটছিল সাঁতরাগাছির ওই বস্তির বাসিন্দাদের। অসহায় মানুষগুলো ছুটে এসেছিলেন হাওড়া কোনা ট্রাফিক গার্ডের অফিসে। নিজেদের অসহায় অবস্থার কথা জানিয়েছিলেন তাঁরা। বস্তির বাসিন্দাদের সেই অসহায় অবস্থার কথা জানতে পেরে নিজেই এগিয়ে আসেন কোনা ট্রাফিক গার্ডের আইসি প্রবীর মোহান্তি। আজ মঙ্গলবার ওই বস্তির মোট ৪৫টি পরিবারের হাতে তার্পোলিন তুলে দেওয়া হয়। আগামী দিনে আরও কিছু বিপর্যস্ত পরিবারের হাতে তার্পোলিন তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রবীরবাবু বলেন, আমফানের ঝড়ে বেশিরভাগ ঘরের চাল উড়ে গিয়েছে। এদের পাশে দাঁড়িয়ে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।