এন্টারটেনমেন্ট ডেস্ক, ১ জুন:- ফের বিনোদন জগতে ইন্দ্রপতন। রবিবার গভীর রাতে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান। কয়েকদিন ধরেই শরীরটা ভাল যাচ্ছিল না তাঁর। কিডনির সমস্যায় জেরবার হয়ে যাচ্ছিলেন ওয়াজিদ খান। কিডনি ট্রান্সপ্ল্যান্টও হয়েছিল তাঁর। তাই এ সংক্রান্ত সমস্যায় বেশ কয়েকবার হাসপাতালে ভরতি হতে হয়েছিল সঙ্গীত পরিচালককে। দিনকয়েক আগে আবারও কিডনির সমস্যা দেখা দেয়। তাই তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাঁকে চারদিন ভেন্টিলেশনে রাখা হয়। হাসপাতালে ভরতির দিন থেকে লড়াই চালিয়ে যাচ্ছিলেন ওয়াজিদ। তবে রবিবার রাতে তিনি হার মানেন। চিকিৎসকরা জানিয়ে দেন, মৃত্যু হয়েছে প্রাণোচ্ছ্বল সঙ্গীত পরিচালকের। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। যদিও চিত্র সমালোচক এবং সাংবাদিক ফরিদুন শাহরিয়ার বিশিষ্ট সঙ্গীত পরিচালকের মৃত্যুর কারণ হিসাবে করোনার কথা উল্লেখ করেছেন টুইটে।
১৯৯৮ সালে পেয়ার ‘কিয়া তো ডরনা কিয়া’ দিয়ে পথচলা শুরু। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। সলমন খানের বহু ছবিতে কাজ করেছেন ওয়াজিদ। ‘গর্ব’, ‘তেরে নাম’, ‘তুমকো না ভুল পায়েঙ্গে’, ‘পার্টনার’, ‘দাবাং’ ছবিতে নিজের জাদুতে মন ছুঁয়েছেন দর্শকদের। ‘ভাই ভাই’ এবং ‘পেয়ার করনো’ গানেও সুর দিয়েছেন তাঁরা। এছাড়াও ‘সারেগামাপা’তে বিচারক ছিলেন সাজিদ-ওয়াজিদ। আইপিএল ৪-এর থিম সং ‘ধুম ধাড়াকা’ লিখেছিলেন তাঁরা। ওয়াজিদ খানের মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। টুইটে দুঃখপ্রকাশ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, বিশাল দাদলানি, শংকর মহাদেবন, বাবুল সুপ্রিয়, সোনু নিগম-সহ আরও অনেকে।