এই মুহূর্তে জেলা

সরকারী নির্দেশ মেনে খুলছে ব্যান্ডেল চার্চ , সোমবারের পরিবর্তে ৮ই জুন ।

হুগলি, ৩১ মে:- সরকারী নির্দেশ মেনে খুলছে ব্যান্ডেল চার্চ,তবে পয়লা জুন সোমবারের পরিবর্তে ৮ই জুন সোমবার থেকে।কারন লকডাউন শুরু হওয়ার পর ব্যান্ডেল চার্চে রিপেয়ারিং এর কাজ চলছে।আর্চ বিশপ টমাস ডিসুজা গতকাল অনুমতি দেন ব্যান্ডেল চার্চ খোলার জন্য।চার্চের ফাদার ফ্রান্সিস জানান,শুধুমাত্র প্রার্থনার জন্য খোলা হবে গির্জা।এক সঙ্গে দশ জনের বেশি প্রবেশ করতে পারবেন না।তবে সাধারন দর্শনার্থীদের জন্য চার্চে প্রবেশ আপাতত নিষেধ।পরে পরিস্থিতি অনুযায়ী জানানো হবে। করোনা আক্রান্তদের জন্য প্রার্থনা করছে ব্যান্ডেল চার্চ কর্তৃপক্ষ।লকডাউনের পর বন্ধ হয়েছিলো ধর্মীয় জমায়েত,ভীড় এড়াতে বন্ধ হয়েছিলো মন্দির মজিদ গির্জার দরজা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন,

কেন্দ্র সরকারও বলেছে ধর্মীয় স্থানে জমায়েত এড়িয়ে মন্দির মসজিদ গির্জা খুলতে পারে।সেই মত খুলছে মসজিদও।সাহাগঞ্জের গরিব আলম বাগ মসজিদ খুলছে আগামীকাল থেকে।তবে নোটিশ করে জানিয়ে দেওয়া হয়েছে নামাজ পাঠের নিয়মাবলী।মাস্ক ব্যবহার,সামাজিক দূরত্ব বজায় রাখা,অজু করার সময় সাবান দিয়ে হাত ধোয়া,নামাজ শেষে হাত না মেলানোর মত নির্দেশ দেওয়া হয়েছে মসজিদ কমিটির পক্ষ থেকে।এতদিন বাড়িতেই নামাজ পাঠ চলছিলো।সরকারী নির্দেশে আবার মসজিদে নামাজ পড়া যাবে।তবে একসঙ্গে দশজনের বেশি নয়।