এই মুহূর্তে বিনোদন

দীর্ঘ কয়েক মাস অপেক্ষার পর স্বস্তির নিশ্বাস টলিউডে।

এন্টারটেনমেন্ট ডেস্ক ,৩১ মে:- দীর্ঘ কয়েক মাস অপেক্ষার পর স্বস্তির নিশ্বাস টলিউডে। গত ১৮ মার্চ থেকে তালাবন্ধ ছিল স্টুডিওপাড়া। কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী এবার আর লকডাউন নয়। আনলক ওয়ান। আনলক ওয়ানে আগামী ১ জুন সোমবার থেকেই শর্তসাপেক্ষে কনটেনমেন্ট জোনের বাইরে শুরু করা যাবে শুটিং। সোমবার থেকে একটি শুটিং সেটে সর্বাধিক ৩৫ জন কলাকুশলী উপস্থিত থাকতে পারবেন। সিরিয়াল,রিয়ালিটি শো, সিনেমা কিংবা ওয়েব সিরিজ-সবকিছুর শুটিং এ ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে। তবে শুটিং এর সময় নির্দিষ্ট হাইজিন ও সামাজিক দূরত্ববিধি মেনে চলা বাধ্যতামূলক। সেটে সকলের মাস্ক পরাও বাধ্যতামূলক,একমাত্র শট দেওয়ার সময় অভিনেতাদের মাস্ক খুলতে পারবেন। শুটিং সেট এবং শুটিং এর সরঞ্জামও জীবানুমুক্ত করতে হবে। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

শনিবার নতুন করে নবান্নের তরফে একটি নির্দেশিকা জারি করে প্রথমে জানান হয়  ১ অগাস্টের আগে টলিগঞ্জে ইনডোর বা আউটডোর, কোনও রকম শুটিং শুরু করা যাবে না। এরপর ভ্রম সংশোধন করে পুনরায় বলা হয় ১ অগাস্ট নয় ১ জুন থেকে শুটিং শুরু হবে। উল্লেখ্য তামিলনাড়ুতে সিরিয়ালের শুটিংয়ের ক্ষেত্রে ইতিমধ্যেই ছাড় দেওয়া হয়েছে। বলিউডেও দিন কয়েক আগে কমলিস্তান স্টুডিয়োতে স্বাস্থ্যমন্ত্রকের এক সচেতনতা মূলক বিজ্ঞাপন শুট করেছেন অভিনেতা অক্ষয় কুমার কিন্তু টলিপাড়ায় কবে শুটিং শুরু হবে? সেই প্রশ্ন ঘোরাফেরা করেছে দিনকয়েক ধরেই। অবশেষে শনিবার নবান্ন জানাল সোমবার,১লা জুন থেকেই শুটিং চালু করা যাবে টলিগঞ্জে, তবে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম।