এই মুহূর্তে জেলা

মা ও ছেলেকে পিষে দিলো দুধের গাড়ি,মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু মা ও ছেলের।ঘটনা ধনীয়াখালীর বেলমুড়ি এলাকার।


হুগলি ,৩০ মে:- নিয়ন্ত্রণ হারিয়ে এগারো হাজার ইলেকট্রিক ট্রান্সফারমারে ধাক্কা মেরে পালিয়ে যাবার সময় মা ও ছেলেকে পিষে দেয় একটি দুধের গাড়ি।ঘটনা স্থলেই মৃত্যু হয় মা ও ছেলের এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।উত্তেজিত জনতা গাড়ির চালক কে বেধরক মারধোর করে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনা স্থলে যায় ধনিয়াখালী থানার বিশাল পুলিশ বাহিনী।স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ বেলমুড়ি গোলাবাড়ী এলাকায় এগারো হাজার ইলেকট্রিক টানাসফর্মারে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে একটি দুধের গাড়ি।বিকট শব্দে কেঁপে ওঠে এলকা।সঙ্গে সঙ্গে এলকা বিদ্যুৎ হীন হয়ে পড়ে।

এলাকায় হইচই শুরু হাতেই গাড়ি ঘুরিয়ে দ্রুত গতিতে ধনিয়াখালীর দিকে যাবার সময় বেলমুড়ি এলাকায় মা ও ছেলেকে পিষে দেয় দুধের গাড়িটি।বাড়ির সামনেই রাস্তার ধারে বসেছিল মা ও ছেলে।ঘটনা স্থলেই মৃত্যু হয় মা কল্পনা বাউল দাস(৬০) এবং ছেলে বাপন বাউল দাস (১৯)।সেখান থেকে পুনরায় দ্রুত গতিতে পালিয়ে যাবার সময় ধনিয়াখালীর বোসো এলাকায় একটি গাছে সজোরে ধাক্কা মারে গাড়ীটি।স্থানীয়রা চালক কে আটকে রেখে বেধরক মারধোর শুরু করে।এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।ঘটনা স্থলে যায় ধনিয়াখালী থানার বিশাল পুলিশ বাহিনী।পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মৃত দেহ দুটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।এবং গাড়ির চালক কে আহত অবস্থায় উদ্ধার করে ধনিয়াখালী গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পুলিশ।

There is no slider selected or the slider was deleted.